করণাময় সিংহ,মানিকচক: বিজেপি করায় ত্রিপল না দেওয়ার অভিযোগ উঠল মালদার মানিকচকের তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিওর কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের। তৃণমূলের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশে এমন অভিযোগ করা হচ্ছে।


সরকার সবার। অথচ ত্রাণের সামগ্রী নিয়েই ‘আমরা-ওরার’ অভিযোগ উঠল মালদার মানিকচকে।  কোনও পঞ্চায়েত বা সরকারি অফিস নয়, ত্রিপল দেওয়া হয়েছে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে। আর এখানেই বিতর্কের সূত্রপাত।.


বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের বাদ দিয়ে, তৃণমূল কর্মীদের ত্রিপল দেওয়া হচ্ছে। উঠেছে চুরির মতো চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা বরুণ মণ্ডল বলেন, নিখিলচন্দ্র মণ্ডল চুরি করে ত্রিপল এনে বেছে বেছে লোকেদের বিতরণ করা হচ্ছে, চুরি করে কেন দেওয়া হচ্ছে, কিছু লোককে বলা হচ্ছে তুমি বিজেপ কর তোমার হবে না


মানিকচকের তৃণমূল কর্মী অজয় মণ্ডল বলেন, বাড়ি থেকে স্টক করে দিচ্ছি, সরকারি জিনিস কোথাও তো রাখতে হবে, বাড়ি থেকে পাবলিককে দিচ্ছি। 


জেলা তৃণমূল নেতৃত্বেরও দাবি, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। সব দুর্গতকে দেওয়া হয়েছে ত্রিপল। মালদা তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপি আর সিপিএম মিলে গন্ডগোল করছে, কোনও ইস্যু নেই তাই এই নিয়ে বলছেন, আমাদের নেতা ত্রাণ বিলি করছেন, ওই সদস্য বিকেলে পেয়ে রাতে বণ্টন করেন।


কয়েক দিন আগের বৃষ্টিতে মানিকচকের হাড্ডাটোলায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ত্রিপল না পাওয়ায় বেশ কিছু পরিবার পড়েছে সমস্যায়।


এদিকে, মালদার চাঁচোলে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নেওয়ার লাইনে বিশৃঙ্খলা। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। মঙ্গলবারও এই ক্যাম্পগুলিতে ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম তোলার ভিড়।  


চাঁচোলের সিদ্ধেশরী ইনস্টিটিউশন আজ সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে।  পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি। লাইনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় নামাতে হয় বাড়তি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।