ম্যাঙ্গালুরু(কর্ণাটক) : করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই একটা বড় অংশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে ঢিলেমি চোখে পড়ছে দেশের নানা প্রান্তে। তবে, এই ভাইরাস নিয়ে এখনও অনেকের মধ্যে একই রকম আতঙ্ক রয়ে গেছে। মঙ্গলবার ম্যাঙ্গালুরুর একটি ঘটনা তারই প্রমাণ। 


তাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন। এই সন্দেহ ও আশঙ্কায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক দম্পতি। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর ঘটনা। আত্মহত্যা করার আগে ওই ব্যক্তি ম্যাঙ্গালুরু সিটি পুলিশ কমিশনারকে বিষয়টি জানানোর জন্য ফোন করেছিলেন। 


এদিকে একটি সুইসাইড নোট রেখে যান ওই দম্পতি। এর পাশাপাশি নিজেদের শেষকৃত্যের জন্য এক লক্ষ টাকাও। এমনটাই জানিয়েছেন ম্যাঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এন সুশীল কুমার। তিনি আরও বলেন, আত্মহত্যার কিছু ক্ষণ আগে ওই ব্যক্তি ফোন করেছিলেন। ফোন করে জানান, তাঁরা আত্মহত্যা করতে চলেছেন। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা তাঁদের অ্যাপার্টমেন্টের উদ্দেশে রওনা দেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যেই আত্মহত্যা করে ফেলেছেন দম্পতি। আমরা তাঁদের বাঁচাতে পারিনি।


কিছু উপসর্গ দেখা দেওয়ায় ওই দম্পতি আশঙ্কা করেছিলেন, তাঁদের সম্ভবত কোভিড সংক্রমণ হয়েছে। খুব খারাপ পরিস্থিতি হতে পারে, এই আশঙ্কায় তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এমন খবর পুলিশ সূত্রের। প্রসঙ্গত, ২০০০ সালে বিয়ে হয়েছিল তাঁদের। কোনও সন্তান নেই। এই কারণেও তাঁরা বিগত কয়েক বছর ধরে অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ।


প্রসঙ্গত, দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হন ৩২ হাজার ৯৩৭ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩৬ হাজার ৮৩ জন। রবিবারের মতো সোমবারেও দেশে বাড়ে সুস্থতার সংখ্যা। বেশ কিছুটা কমে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে ৪১৭ জনের করোনায় মৃত্যুর খবর পাওয়া যায় । এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে।