ইংরেজবাজার: বছরের শুরুতেই প্রশ্ন উঠে গেল রাজ্যের শান্তিশৃঙ্খলা নিয়ে। মালদায় (Malda Shhotout) শ্যুট আউটের বলি তৃণমূল (TMC) নেতা।
মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। সকাল ১০টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার। স্থানীয়দের দাবি, দুটি বাইকে চড়ে, মুখ ঢেকে, চার দুষ্কৃতী আসে। মালদা সহ-সভাপতিকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চলে। ২টি গুলি লাগে নেতার মাথায়, একটি লেগেছে পিঠে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ নেতাকে। তবে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর।
দুলাল সরকারের মৃত্যুতে পুলিশের গাফিলতির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। মমতা বলেন, 'আমার সহযোদ্ধা বাবলা সরকার আজ খুন হয়েছে। অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন। কারণ ওর সিকিওরিটি আগেও ছিল, তুলে নেওয়া হয়েছিল। আগেও ওর ওপর হামলা হয়েছিল।' অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য বাড়তি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ, তিনিই রাজ্যের পুলিশমন্ত্রী।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে নিজের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল । সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় পিছনের দিক থেকে । চারজন দুষ্কৃতী দুটি বাইকে চেপে আসে । পিছন থেকে মোট চার রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন । তার মধ্যে তিনটি গুলি লাগে দুলাল সরকারের, জানা গিয়েছে স্থানীয় সূত্রে । একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে । রাজনৈতিক রঙ না দেখে ব্যবস্থা নিক পুলিশ, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ।
কী কারণে দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হল, খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা । ব্যবসায়িক কারণে, নাকি রাজনৈতিক বৈরিতার জেরে গুলি চালানো হয়েছে তৃণমূল নেতাকে নিশানা করে, সেটাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারীরা । ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ।
আরও পড়ুন: পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।