সিডনি: এমনিতেই মেলবোর্নে হেরে বর্ডার-গাওস্কর ট্রফিতে পিছিয়ে রয়েছে ভারতীয় দল, তার ওপর আবার চোট ধাক্কা। সিডনিতে মরণ-বাঁচন ম্যাচে (IND vs AUS 5th Test) থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার। সমর্থকদের হতাশাজনক খবরটি জানান দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজেই। কে সেই ফাস্ট বোলার?
তিনি আকাশ দীপ (Akash Deep)। বাংলার তারকা ফাস্ট বোলারের পিঠে চোট রয়েছে। সেই কারনেই তিনি সিডনিতে খেলতে পারবেন না বলে জানান গৌতম গম্ভীর। পঞ্চম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে বলতে শোনা যায়, 'আকাশের পিঠে চোটের সমস্যা রয়েছে। সেই কারণেই ও খেলতে পারবে না।' তবে আকাশ দীপের অনুপস্থিতির কথা নিশ্চিত করলেও ভারতীয় একাদশ নিয়ে কিন্তু কিছুই বলতে চাননি তিনি। একাদশ সম্পর্কে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, 'আমরা গতকাল পিচ দেখে টসের সময় একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।'
তবে যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে অধিনায়ক রোহিত শর্মাকে শেষ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়তে হতে পারে। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর।
গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।'
শেষ টেস্টের আগে ভারতীয় শিবিরের অন্দরমহলে বিবাদের না না খবর উঠে আসছে। সেই নিয়ে গম্ভীরের সাফ জবাব, 'ওগুলো কেবল রিপোর্টই। সত্যি নয়। এইসব রিপোর্ট নিয়ে মন্তব্য করার কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সততা থাকাটা খুব প্রয়োজনীয়। আমারা সাফল্য পেতে মরিয়া।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আতসকাচের তলায় কোচ গম্ভীরের পারফম্যান্সও, চ্যাম্পিয়ন্স ট্রফিই নির্ধারণ করবে ভবিষ্যৎ?