করুণাময় সিংহ, মালদা: এবার মালদার ফুলবাড়িয়ায় 'দিদির দূত' হিসেবে গিয়ে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। দলের প্রধানের স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা (Didir Doot)। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা (TMC)।


দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ


সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023)। তার আগে জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। এবার দিদির দূত হিসেবে গিয়ে দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ।


শনিবার ইংরেজবাজারের ফুলবাড়িয়া পঞ্চায়েতের নঘড়িয়া গ্রামে যান প্রতিভা। তাঁকে দেখে দলেরই প্রধানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয় তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূলের পতাকা, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা।

তৃণমূল কর্মীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ। তিনি বলেন, "১২ কোটি টাকা আত্মসাৎ করেছে। আদালতে মামলা করেছি। অথচ তাঁকেই অঞ্চলের চেয়ারম্যান করা হয়েছে। অঞ্চল কমিটি বাতিল করা হোক।"


আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

এমনকি, পঞ্চায়েতে টিকিট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলারও অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী ওয়াসিম রাজা বলেন, "পঞ্চায়েতে টিকিট দেওয়ার নামে ৩-৪ লক্ষ টাকা তুলেছেন উনি। অঞ্চল কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।"

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। অঞ্চল চেয়ারম্যান এবং পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ বলেন, "মিথ্যে অভিযোগ। এ ধরনের ঘটনায় যুক্ত নই।"

বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা। তিনি বলেন, "দলের মধ্যে সমস্যা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।"


অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী

এর আগে দিদির দূত হিসেবে মালদার বিনোদপুর পঞ্চায়েত এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা। পঞ্চায়েত ভোটের আগে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি নিয়ে প্রায়ই নানা ইস্যুতে তৃণমূলের নেতাদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে। রবিবারও তার অন্যথা হল না।