ইংরেজবাজার: ইংরেজি নতুন বছরের শুরুতেই ধুন্ধুমার মালদার ইংরেজবাজারে । জেলা তৃণমূলের সহ-সভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে (TMC Councilor Dulal Sarkar) লক্ষ্য করে গুলি চলল । গুলিতে জখম হয়েছেন দুলাল সরকার । জখম তৃণমূল নেতাকে আনা হয়েছে হাসপাতালে ।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে । রাজনৈতিক রঙ না দেখে ব্যবস্থা নিক পুলিশ, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল নেতা দুলাল সরকার । জানা গিয়েছে, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে দুলাল সরকারকে লক্ষ্য করে। তিনটি গুলি লেগেছে তাঁর ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে নিজের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল । সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় পিছনের দিক থেকে । চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে । পিছন থেকে মোট চার রাউন্ড গুলি চালানো হয় বলে খবর । তার মধ্যে তিনটি গুলি লেগেছে দুলাল সরকারের, জানা গিয়েছে স্থানীয় সূত্রে । ওই তৃণমূল নেতার কাঁধে গুলি লেগেছে ।
হাসপাতালে অস্ত্রোপচার চলছে দুলাল সরকারের । গোটা ঘটনা ঘিরে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় । কী কারণে দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হল, খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা । ব্যবসায়িক কারণে, নাকি রাজনৈতিক বৈরিতার জেরে গুলি চালানো হয়েছে তৃণমূল নেতাকে নিশানা করে, সেটাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা ।
ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা । গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা । এলাকায় কোনও সিসিটিভি রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তদন্তে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে ।
স্থানীয় সূত্রে এ-ও জানা গিয়েছে যে, দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা ছিল । আপাতত আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার ।
আরও পড়ুন: সিডনি টেস্টের দল থেকে বাদ দেওয়া হচ্ছে রোহিত শর্মাকে? কোচ গম্ভীর যা বললেন...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।