মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
২৯ সেপ্টেম্বর মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: ষষ্ঠী থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী থেকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে দশমী পর্যন্ত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬
এক নজরে বঙ্গের আবহাওয়া (Weather Update): ২ বছরের করোনাকাল পেরিয়ে, এবার সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো। বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। কিন্তু, আনন্দের এই পুজোয় কি অসুর হয়ে উঠবে বৃষ্টি? বর্ষণে কি মাটি হবে পুজোর প্ল্যান? সেই আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ১ অক্টোবর ষষ্ঠীর দিন থেকে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর সপ্তমীতে আরও বাড়তে পারে বৃষ্টি। সপ্তমীতে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে, সেই মতো প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। মঙ্গলবারই বৈঠকে বসেন মেয়র পারিষদ তারক সিং। বৈঠকে ছিলেন নিকাশি বিভাগের এক্সজিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা। কলকাতা পুরসভা সূত্রের খবর, পুজোয় কলকাতার প্রতিটি পাম্পিং স্টেশন চালু থাকবে। জল জমলে, তা বের করতে প্রচুর হ্যান্ড পাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে। লকগেটগুলোয় ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হবে। চালু করা হবে হেল্পলাইন নম্বর।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা ।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in