করুণাময় সিংহ, মালদহ: বিপুল অঙ্কের মাদক-সহ (drug) গ্রেফতার (arrest) ২ যুবক (youth)। পুলিশ (police) জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ১ কিলোগ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় অভিযান চালায় এসটিএফ (STF)। তখনই প্রায় ১ কেজি ব্রাউন সুগার (brown sugar) উদ্ধার হয়।
কী হয়েছে?
পুলিশের দাবি, ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সম্ভবত কালিয়াচকের সীমান্তবর্তী এলাকা থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল। মালদহের বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের এসটিএফ। মাদক পাচার কারবারি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক জনের বাড়ি কালিয়াচক থানার বাথরপুরে, অন্য জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা। এখনও দুজনের নাম জানায়নি পুলিশ। তবে ধৃতদের দুজনেরই বয়স তিরিশের মধ্যে। আজ, শুক্রবার, মালদহ জেলা আদালতে পেশ করা হবে দুজনকে। পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
মাদক-উদ্ধারে আগেও শিরোনামে
গত মার্চেও মাদক উদ্ধার ঘিরে শিরোনামে আসে মালদহ। সে বার হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম ছিল হাবিবুর ওরফে হবি। পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁরা জানতে পারেন হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে অভিযুক্ত ব্যক্তি মাদক সরবরাহ করতে এসেছেন। তারপরেই সেখানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানায়। কোথা থেকে এল মাদক? কাকে দেওয়ার জন্যই বা আমবাগানে এসেছিল ধৃত যুবক? জানতে তদন্ত শুরু করে মালদহ জেলা পুলিশ। তার মাসচারেক পরই ফের এক ঘটনা। কেন মাদক পাচার নিয়ে বার বার শিরোনামে আসছে মালদহ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অনেকেরই।
আরও পড়ুন:আজ আবেদনের শেষ তারিখ, ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে হচ্ছে নিয়োগ