অভিজিৎ চৌধুরী, মালদা: পোস্টার দেওয়ার পরে এবার সদস্য সংগ্রহ অভিযান। মালদার (Malda) রতুয়ায় আজ সদস্য সংগ্রহে নামে আম আদমি পার্টি (Aam Aadmi Party। দলের তরফে জানানো হয়েছে, ধারাবাহিক ভাবে তাদের এই কর্মসূচি চলবে। যদিও এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।


আজ সদস্য সংগ্রহে নামল আপ। মালদার রতুয়া থানার পরাণপুর স্ট্যান্ডে সকাল থেকে অভিযান। জেলা সভাপতি অনিমেশ সাহা ছিলেন।  বাংলা নির্মাণ অভিযান কর্মসূচি। তিনি বলেন, "কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে, আমাদের এখানে সদস্য সংগ্রহ শুরু হয়েছে, সামনে পঞ্চায়েত ভোট আছে, তাতে সর্বত্র প্রার্থী দেব আমরা।"                   


অন্যদিকে, মালদার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর দুলাল সরকার বলেন, "পরিযায়ী দল এরা, এতে লাভ হবে না, মালদায় আমরাই থাকব।" মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, "ভোট এলেই আঞ্চলিক দলগুলি এমন করে, এতে কিছু যায় আসে না, আগামীতে বিজেপিই ক্ষমতায় আসবে, আপ কোনও ফ্যাক্টর নয়।"                                    


আরও পড়ুন, বাঁকুড়ায় ৩ ওয়ার্ডে হার কেন? কারণ খুঁজতে তৎপর মমতা ব্রিগেড


পাঞ্জাবে (Panjab) ভাল ফলের পর, মালদা (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে। গতকালই পাঞ্জাব (Panjab) বিধানসভা ভোটের (Assembly Election 2022) ফল ঘোষণা হয়েছে। ভাল ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়।


এদিকে, পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেছেন,  ‘কংগ্রেস হেরেই চলেছে। তাই বিজেপির মোকাবিলায় এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ৪ রাজ্যে জিতে ডুগডুগি বাজাচ্ছে বিজেপি, ২০২৪-এ কী হবে কেউ জানে না।