জলপাইগুড়ি, সনৎ ঝা: মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা।


এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 


ফের প্রশ্নের মুখে যাত্রী-সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি। ক্ষতিগ্রস্ত কামরার কাচ। মুখ্যমন্ত্রী রাজ্যকে এগোতে দিচ্ছেন না, অভিযোগ দিলীপের। রাজ্যকে বদনামের ষড়যন্ত্র, পাল্টা জবাব দিলেন জয়প্রকাশ। 


ফের আক্রান্ত 'বন্দে ভারত'! মালদার পরে এবার নিউ জলপাইগুড়ি। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর।  রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় 'বন্দে ভারত' এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। 


রেল সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা ১০-এ, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কোনও যাত্রী আহত না হলেও ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 


এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 


তাল কেটেছিল উদ্বোধনের দিনই। বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওঠেননি উদ্বোধনী মঞ্চে! যাত্রা শুরু প্রথম দিনই প্রশ্ন ওঠে সেমি হাইস্পিড ট্রেনে খাবারের মান ও পরিষেবা নিয়ে! দ্বিতীয় দিনে মালদায় আক্রান্ত হয় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস!