করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর (মালদা): তৃণমূল (TMC) পরিচালিত গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayet) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। 


হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন গ্রামবাসীদের একাংশ। স্থানীয় বাসিন্দা আকতার আলমের অভিযোগ রাস্তা সংস্কার, রাস্তার পাশে বাসের গার্ডওয়াল নির্মাণ-সহ একাধিক প্রকল্পে প্রায় ৫০লক্ষ টাকা বরাদ্দ হয়। কিন্তু কোথাও কাজ করাই হয়নি। আবার কোথাও অর্ধেকেরও কম কাজ করে টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।'


অন্যদিকে আরেক গ্রামবাসী সেলিম আকতার বলেন, 'বিডিও থেকে শুরু করে সমস্ত জায়গায় অভিযোগ জানানো হয়েছে। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।' যদিও পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল সামাদ।' এ প্রসঙ্গে তিনি বলেন 'ভিত্তিহীন অভিযোগ। সিডিউল অনুযায়ী প্রত্যেক জায়গায় কাজ করা হয়েছে।'


আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, 'দুর্নীতি ও তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ওপর। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, অভিযোগ প্রমাণিত হলে দল অন্তরায় হবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।


আরও পড়ুন: PM Modi in Varanasi:‘গরুকে মাতা মনে করি, কেউ কেউ উপহাস করে’, বারাণসীতে বিরোধীদের বিঁধলেন মোদি


আরও পড়ুন: Railway Employee: রেলকর্মীর গলা কেটে খুন, লাইনে পড়ে রইল রক্তাক্ত দেহ