রতুয়া (মালদা) : ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। এনিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা হিসাবের দাবি তুলে জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও। এই আবহে এবার বিজেপি (BJP) সাংসদকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। "১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত খগেন মুর্মুকে আর রতুয়ার বুকে ঢুকতে দেব না", বলে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মালদার রতুয়ায় প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন তিনি। (MGNREGA)


আব্দুর রহিম বক্সী বলেন, "বন্ধু খগেন মুর্মু জেনে রাখুন, বিজেপির বন্ধুরা জেনে রাখুন, আপনার বিজেপির বাড়ির মানুষরাও ১০০ দিনের কাজ করেছেন। সিপিএম-কংগ্রেসের বাড়ির মানুষরাও ১০০ দিনের কাজ করেছেন। ১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত খগেন মুর্মুকে আর রতুয়ার বুকে ঢুকতে দেব না। ১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের কোনও আন্দোলন করতে দেবেন না তৃণমূল কর্মীরা।"


পাল্টা জবাব দিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, "ওই টাকা তো সমস্ত রহিম বক্সীর পকেটে গেছে। তাঁর দলের সমস্ত লোকের কাছে গেছে। এই টাকাগুলো ওঁদের পকেটে ঘুরছে। মানুষ তো পায়নি। গরিব মানুষের টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে। তার হিসাবও দিতে পারছে না। কেন্দ্রীয় সরকার হিসাব চাইছে। তুমি টাকা পেয়েছ, টাকার হিসাব দাও। অ্যাডজাস্টমেন্ট দিতে পারছে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত টাকা তার পকেটে নিয়েছে। অর্থাৎ, রহিম বক্সী-সহ এই টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে ঘুরছে। এঁরা এই টাকা নিয়ে বাড়ি-গাড়ি করছেন। কোটি কোটি টাকার এঁরা হিসাব দিতে পারছেন না। উনি বলছেন আমায় রতুয়ায় যেতে দেওয়া হবে না। রতুয়া কি তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি  ?"


এর আগে মালদায় গঙ্গা-ভাঙন নিয়ে বিজেপি সাংসদ ও নেতাদের গঙ্গায় ছুড়ে ফেলার হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেছিলেন, গঙ্গা ভাঙনের ক্ষেত্রে যদি কোনও সুরাহা না বেরোয়, প্রথম দিকে সেই সাংসদ, বিধায়কদের, সেই বিজেপি নেতাদেরকে গঙ্গায় প্রথমে ছোড়া হবে।


কখনও রাজধানীর রাজঘাটে গিয়ে ধরনা.... কৃষি ভবন অভিযান... , কখনও রাজভবনের সামনে অবস্থান। ১০০ দিনের বকেয়া আদায়ের দাবিতে, নথি নিয়ে রাজ্যপালের দ্বারস্থও হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়ে কেন্দ্রকে বার বার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বিজেপি সাংসদকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।