করুণাময় সিংহ, মালদা: গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মালদার মোথাবাড়ি থানার আইলপাড়া গ্রামে পুকুর পাড় থেকে উদ্ধার জাসমিনা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামীকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ। শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে যে পারিবারিক কোনো সমস্যা ছিল না কি না। আবার বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত এই বিষয়ে পরিবারের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু মৃতার স্বামীকে জেরা করে সব রহস্য় উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।


এদিকে, রাজ্যের অন্য প্রান্তে আরও একটি রহস্যমৃত্যু। মিশনে রাঁধুনীর রহস্যমৃত্যু। ধুন্ধুমার কলকাতার নিউ টাউনে। রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। উঠেছে মারধরের অভিযোগও। লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ।                     


একজনের মৃত্যু ঘিরে রহস্য। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার ধুন্ধুমারকাণ্ড ঘটে গেল নিউটাউনের নতুন পুকুর এলাকায়। আশ্রমের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ!!পাল্টা বেধড়ক লাঠি চালাল পুলিশও।নিউটাউনের নতুন পুকুর এলাকায় রয়েছে রামকৃষ্ণ সেবা মিশন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে আশ্রমের ঘর থেকে উদ্ধার হয়, ৩৭ বছরের রোহিত হালদারের ঝুলন্ত দেহ। 


তিনি আশ্রমের রাঁধুনী ছিলেন। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। মৃত্যুর খবর চাউর হতেই, রামকৃষ্ণ সেবা মিশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। গেট খুলে ভিতরে ঢুকে পড়েন তাঁরা। আশ্রমে কর্মীদের উপর অত্যাচার করা হয়, এই অভিযোগে আশ্রমের মহারাজের উপরেও চড়াও হন বিক্ষোভকারীরা। এক মহারাজ কার্যত ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হয়। 


আরো পড়ুন: আগামী মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা, নির্দেশ স্বাস্থ্য দফতরের