আশাবুল হোসেন, কলকাতা: তিনদিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারের পরিবর্তে যাবেন ট্রেনে। তিনদিনে পাঁচটি জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাল হাওড়া থেকে ট্রেনে যাবেন মালদায়। মঙ্গলবার রায়গঞ্জে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বুধবার প্রথমে মালদায় ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ওই দিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 


এদিকে, ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর ওড়িশা উপকূল ধরে পুরীর দিকে এগোচ্ছে। বর্তমানে গোপালপুর থেকে ১৩০, পুরী থেকে ১৮০ ও পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ। আজ দুপুরেই পৌঁছে যাবে পুরীর কাছাকাছি। আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হবে নিম্নচাপ।


ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়েছে। 


সল্টলেকে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম খোলা রয়েছে। সমস্ত জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন কন্ট্রোল রুমের কর্মীরা। 


বৃষ্টিতে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তায় উপড়ে পড়ে গাছ। দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন কলকাতা পুরসভার কর্মীরা।