করুণাময় সিংহ, চাঁচল: বিদ্যালয়ের মিড ডে মিলের (Mid Day Meal) রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) পাইপ ফুটো হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের পড়ুয়া (School Students) থেকে শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার দুপুরে চাঁচলের হারিপাড়া জেলেপাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Primary School) ঘটনাটি ঘটে। ঘটনার খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয়ের কারোর কোনও ক্ষতি না হলেও প্রায় ২০০জন পড়ুয়ার মিড ডে মিলের (Mid Day Meal) রান্না নষ্ট হয়েছে।


বিদ্যালয়ের সূত্রে জানা যায়, বিদ্যালয়ে টিফিন (Tiffin) সময় চলছিল। সেই সময় পড়ুয়ারা বিদ্যালয় চত্বরে খেলছিল। অন্যদিকে মিড ডে মিলের রান্না হচ্ছিল স্কুলেরই রান্নাঘরে। হঠাৎ মিড ডে মিলের (Mid Day Meal) রান্না ঘর থেকে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। রান্নাঘর থেকে বেরিয়ে আসেন রাঁধুনিরা। রাঁধুনিরাই জানান রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আগুন লেগেছে। কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুনের কথা শুনে পড়ুয়ারাও আতঙ্কিত হয়ে পরে। দ্রুত বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় সবাইকে। খবর দেওয়া হয় চাঁচল দমকলে (Chachal Fire Brigade)। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যাস সিলিন্ডারটিকে (Gas Cylinder)  রান্না ঘর থেকে বাইরে নিয়ে আসা হয়। তবে এদিনের ওই বিদ্যালয়ের আগুনের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (Principal) রামকৃষ্ণ সরকার বলেন, “গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে আগুন লেগেছে। আগুন লাগায় আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। ঘটনায় কারো ক্ষতি হয়নি। এদিন প্রায় ২০০ জন পড়ুয়া বিদ্যালয়ের উপস্থিত ছিল। সকলেই সুস্থ আছে। তবে এদিনের মিড ডে মিলের (Mid Day Meal) রান্না পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।‘’


আরও পড়ুন: Jagdeep Dhankhar News: রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়