করুণাময় সিংহ, চাঁচল (মালদা) : আবহাওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের পারদ। একে অপরকে নিশানা করছেন রাজনৈতিক দলগুলির নেতারা। এবার মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। চাঁচলের খরবায় 'জনগর্জন সভা'র প্রস্তুতি সভা থেকে খগেন মূর্মুকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে তোপ দাগলেন তিনি। পাল্টা সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী।


এদিন সভায় বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, 'খগেন মুর্মু হিসেব করে আঙুলে মেপে বলে দিতে হবে এই পাঁচ বছর এমপি থাকলেন পাঁচ বছর সময়কালে কী কী কাজ করেছেন । এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পাঁচ বছরের মধ্যে তিনি কতবার এসেছেন খরবাতে ? কতবার এসেছেন চাঁচলে ? কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন ? কতবার বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন ? কতবার বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন ? অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন ? পরিযায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যান পরিবারের পাশে এসে কতদিন সহযোগিতা করার চেষ্টা করেছেন ? এই কথাগুলো গ্রামের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে। আমরা এই মঞ্চ থেকে বলে যাই বিজেপি বন্ধুদের, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না। জেনে রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছলচাতুরি-জাতের নামে ভাগ করে দেওয়া, বেইমানির রাজনীতি, ভেলকিবাজি রাজনীতি, মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। এই নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি এই শপথ খরবার স্কুল মাঠে এই প্রকাশ্য সমাবেশ থেকে এলাকার মানুষকে গ্রহণ করতে হবে। একটা ভেলকিবাজ, বেইমান, চোর এখানকার সংসদ খগেন মুর্মুকে কোনওমতেই জিততে দেওয়া যাবে না। এই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সদস্যকে।' 


পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, "চোর ধাপ্পাবাজ তো তৃণমূল কংগ্রেস। যে দলে তাঁর অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ। মানুষ তো জানে। তৃণমূল কংগ্রেস মানেই চোর। তৃণমূল কংগ্রেস মানেই ধাপ্পাবাজ। তৃণমূল কংগ্রেস মানেই লুঠেরা। তৃণমূল কংগ্রেস মানেই খুনি। এরা ধর্ষণ করে খুন করে এবং গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি রাস্তায় নেমে এ কথাটাই বলছে। ধাপ্পাবাজ কে সেটা মানুষ সরাসরি রাস্তায় নেমে বলছেন। আগামী দিনে সেটাই প্রমাণ করবে যে ধাপ্পাবাজদের কোনও রকম আশ্রয় নেই। তাই  প্রধানমন্ত্রী বলেছেন যে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনেই ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়ী হবেন। ৪২ টা আসন থেকেই পদ্মফুল ফুটবে। ভারতে আবার জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন।