করুণাময় সিংহ, মালদা: মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধেয় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার।
জীবনটা তাঁর আর পাঁচজন তরুণীর মতো নয়। জন্ম থেকে কোনও শব্দ নেই মুখে। মূক বধির সেই তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার মানিকচকে। তরুণীর দাদার অভিযোগ, শনিবার জমিতে কাজ করতে গিয়ে সন্ধেয় বাড়ি ফেরেনি বোন। এরপর রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে নিজেই ঘটনার কথা জানায় বছর ২৫-এর তরুণী। পরিবারের আরও অভিযোগ, আগেও এই ধরণের কাজ করার চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক।
নির্যাতিতার দাদা জানিয়েছেন, বিকেলে জমিতে কাজ করছিল, খোঁজাখুঁজি শুরু, রাত ৮টায় ফেরে, শরীরে আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করি। ইশারায় বলে। এরপর মানিকচক হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের শাস্তি চাই। আগেও এই ধরণের চেষ্টা করেছিল, তখন মিটমাট করা হয়।
ঘটনায় মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, তরুণীর মেডিক্যাল টেস্ট করানো হবে। অভিযুক্তের খোঁজ চলছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা।
উল্লেখ্য, গত ৩ অগাস্ট নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় দিল্লি। ওল্ড নাঙ্গাল গ্রামে খুন করার পর নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা।
৯ বছরের ওই নাবালিকার বাড়ি দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানা নাঙ্গলে। গ্রামে তার বাবা -মায়ের সাথে শ্মশানের সামনে একটি ভাড়া বাড়িতে থাকত মেয়েটির পরিবার। রবিবার সন্ধেয় শ্মশানের কুলার থেকে পানীয় জল আনতে যায় সে। তারপর আর ফেরেনি।
পরিবারের দাবি, কয়েকজন এসে নাবালিকার মাকে শ্মশানে ডেকে নিয়ে যায়। অভিভাবককে জানানো হয়, জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নাবালিকা। পরিবারের লোকের অভিযোগ, মৃতের মাকে বোঝানো হয়, মামলা দায়ের করলে ময়নাতদন্ত হবে। তাহলে তাঁর মেয়ের অঙ্গ চুরি করা হবে। তাই অবিলম্বে তার দেহ দাহ করে দেওয়া হোক। এই নিয়েই শুরু হয় বিতর্ক।