সৌভিক মজুমদার, কলকাতা: D EL Ed-এর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় (Practical Exam) পাস করানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল মালদার (Malda) মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, পর্ষদের সঙ্গে মধ্যস্থতা করতেন ওই শিক্ষক। অভিযোগ গুরুতর, মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি।
শিক্ষা, যোগ্যতা, মেধা, যেন সব কিছু ফেল! পাস শুধু টাকা! কোথাও চাকরি পেতে টাকা, কোথাও পরীক্ষায় পাস করতে টাকা নেওয়ার অভিযোগ। এবার, D EL Ed-এর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পাস করানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল মালদার (Malda) মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে মধ্যস্থতাও করতেন ওই শিক্ষক।
অভিযোগ গুরুতর বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ওই শিক্ষকের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন মালদার মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের সেক্রেটারি। তাঁর অভিযোগ, পড়ুয়াদের পাস করানোর জন্য মাথাপিছু ২ হাজার টাকা করে চাওয়া হয়। না দিলে ফেল করানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ, সম্পূর্ণ টাকা না দিতে পারায় ৪৯ জনের মধ্যে ৪৩ জনকে ফেল করানো হয়।
সূত্রের খবর, এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) মন্তব্য করেন, অভিযোগ গুরুতর। গত মাসে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলা হয়, ৬০০’র বেশি D EL Ed কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল।
মামলার শুনানি: ED (Enforcement Directorate) দাবি করে, সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। এবার মালদার এক কলেজের শিক্ষকের বিরুদ্ধে উঠল পাস করানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার এই মামলার শুনানি।
নিয়োগ বন্ধের হুঁশিয়ারি: উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশে নিয়োগ বন্ধের হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার একটি মামলার প্রেক্ষিতে, পর্ষদের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। আমি বলেছিলাম, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না। সেই মন্তব্য প্রত্যাহার করছি।