করুণাময় সিংহ, মালদা: প্রশাসনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই দিঘির ওপরেই তৈরি করা হয়েছিল ছটপুজোর মণ্ডপ। মালদার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির ঘটনা। সেখানেই আচমকা ওই মণ্ডপ ভেঙে পড়ে ঘটল সাংঘাতিক দুর্ঘটনা।
প্যান্ডেল ভেঙে দিঘির জলে পড়ে গেলেন শিশু ও মহিলা সহ প্রায় শতাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর জল থেকে প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার বারদুয়ারি এলাকার ঘটনা এটি। ছটপুজো উপলক্ষে এই এলাকারই একটি বড় জলাশয়ের ওপরে মঞ্চ তৈরি করা হয়। প্রশাসন সূত্রে খবর, সেই মঞ্চে একসঙ্গে বহু মানুষ উঠে পড়েন। সেই চাপ সামলাতে না পেরে হঠাৎ করেই এই মঞ্চ ভেঙে পড়ে। যাঁরা সেই সময়ে মঞ্চে ছিলেন তাঁরা প্রত্যেকেই জলাশয়ে পড়ে যান বলে খবর। তড়িঘড়ি উদ্ধারকার্যে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেককেই জলাশয় থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন ৭ জন। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়।
কিন্তু কীভাবে কোনও অনুমতি ছাড়া এই জলাশয়ের ওপর মঞ্চ তৈরি করা হল? এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
৮ নভেম্বর। অর্থাৎ কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন। আজকের দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে মূলত ছট উৎসব পালিত হয়। এরাজ্যেও বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপন করা হয়।