করুণাময় সিংহ, মালদা: ঝুড়ি ঝুড়ি মাটি পড়ছে। ধীরে ধীরে বুজে যাচ্ছে জলাভূমি। এমন ঘটনা তো প্রায়শই ঘটে। অভিযোগও হয়। এবার আরও বড় আশঙ্কা। মাটি ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছে নিকাশিও। ফলে বর্ষার ঠিক আগে আশঙ্কায় একাধিক গ্রামের বাসিন্দারা। এমনই অভিযোগ মালদার যদুপুরে। জেলাশাসকের কাছে অভিযোগ করার পরে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকের। রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে বিশ্বজুড়ে চলেছে নানা প্রচার। আমাদের রাজ্যেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক তখনই মালদায় অন্যরকম ছবি। মাটি মাফিয়াদের কাজকর্মে ঘোর আশঙ্কায় মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর গ্রামের বাসিন্দারা।


কেন আশঙ্কা?
বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁদের এলাকায় জলাভূমি ভরাট করা হয়। এবার তার সঙ্গেই নিকাশিও বুজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। নিকাশি নালা বুজিয়ে দেওয়ার বর্ষার মরসুমে জল জমার আশঙ্কা করছেন সেখানকার অন্তত ১০-১২টি গ্রামের বাসিন্দারা। 


বাসিন্দাদের অভিযোগ:
কালভার্টের নীচে পাইপলাইন করা হয়েছে। সেখান দিয়ে বর্ষার জল বেরিয়ে যায়। জলাভূমি ভরাট করতে করতে, সেই পাইপের মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে মাটি। ফলে পাইপ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। যদুপুর গ্রামের বাসিন্দাদের দাবি, এলাকায় সবই মূলত এক ফসলি জমি। চাষাবাদ করেই দিন চলে তাঁদের। তাঁদের অভিযোগ, মাটি মাফিয়ারা যেভাবে নিকাশি ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, তাতে বর্ষার জল জমে ফসল নষ্ট হয়ে যাবে। গ্রামের বাড়িতেও জল ঢুকে যাবে। 


যদুপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সুবেদ আলি বলেন, 'এখানে মাফিয়ারা নিকাশি বুজিয়ে দিচ্ছে। ওটা বুজে গেলে জলনিকাশি বন্ধ হয়ে যাবে।' ওই গ্রামেরই বাসিন্দা প্রিন্স শেখও একই অভিযোগ করেন। 


রাজনৈতিক তরজা:
এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'মাটি মাফিয়াদের পেছনে মদত রয়েছে তৃণমূল নেতাদের। সবকিছু দেখে চুপ করে রয়েছেন প্রশাসনের কর্তারা।' পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, 'কেউ বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জলাভূমি ভরাট করা, নিকাশি বন্ধ করা চলবে না।'


প্রশাসনের আশ্বাস:
মালদার জেলাশাসক জানিয়েছেন, ইংরেজবাজার ব্লকের বিডিও-কে অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। 


আরও পড়ুন: পূর্ব বর্ধমানে কৃষকের 'অস্বাভাবিক' মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর