করুণাময় সিংহ, মালদা : এই নিয়ে পঞ্চমবার। ইংরেজবাজার পুরসভার (English Bazar Municipality) চেয়ারম্যান পদে বসতে চলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury)। পাশাপাশি মালদা (Malda) জেলা তৃণমূলের (TMC) পক্ষ থেকে জানানো হয়েছে পুরাতন মালদার (Old Malda Municipality) পুরপ্রধান হচ্ছেন কার্তিক ঘোষ (Kartik Ghosh)। ২০১৫ সালের পর দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই পুরসভাতেই শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৩০ মার্চ।


গত বিধানসভা ভোটে (Assembly Election) ইংরেজবাজার আসনে লড়াই করলেও বিজেপি (BJP) প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরভোটে অবশ্য তাঁর নেতৃত্বে ইংরেজবাজার পুরসভা দখল করেছে ঘাসফুল শিবির। তাই ফের একবার পুরপ্রধান হিসেবে তাঁর ওপরই আস্থা রাখল দল। ১৯৯৫ সালে প্রথমবার পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারপর ফের ২০০০ সালে। ২০০৫ সালে অবশ্য হেরে গিয়েছিলেন। তারপর ২০২০, ২০১৫ ও এবারে ফের পুরপ্রধানের দায়িত্বে বসলেন তিনি।


চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আগের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছেন। সে সময় দল তাঁকে ইস্তফা দিতে বলেছিল জানিয়ে শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি পঞ্চমবার দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, 'আমি দলের সৈনিক। মমতাদি ভরসা করে যে কাজের দায়িত্ব দিয়েছেন, সেটা ভালভাবে পালন করার চেষ্টা করব।' তৃণমূল সুপ্রিমোর বিভিন্ন ঘোষিত কর্মসূচি তাঁর পুর এলাকার তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।


এদিকে, এদিনই উত্তর দিনাজপুরের ৩ পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। ইসলামপুরের পুরপ্রধান হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল।  ডালখোলা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বদেশ সরকার। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন রামনিবাস সাহা। ২১ মার্চ ডালখোলা পুরসভার বোর্ড গঠন। ২৩ মার্চ ইসলামপুর ও ২৫ মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠন। 


আরও পড়ুন- বন্যাত্রাণের ৭৬ লক্ষ টাকা তছরূপের অভিযোগ! থানায় আত্মসমর্পন তৃণমূল নেতার