মালদা : হাইকোর্টে ভর্ত্সনার পরেই মালদায় বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের সামনে তৃণমূল সদস্যার স্বামীকে গণপিটুনি। এই নিয়ে আজ সকালে উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুরের বরোই গ্রাম পঞ্চায়েতের চোপালমোড় এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ভুয়ো অ্যাকাউন্ট খুলে ২০১৭-য় বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তৃণমূল সদস্যা শম্পা দাসের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা কুণালকান্তি দাসের বিরুদ্ধে। তদন্তও শুরু হয়। তার জেরেই এদিন তৃণমূল নেতাকে মারধর করা হয়।
অভিযুক্ত নেতাকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ভিত্তিহীন অভিযোগ, দাবি অভিযুক্তের। বিজেপির কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি।শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও দেখুন -
Malda: ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা 'আত্মসাৎ', পুলিশের সামনে TMC নেতাকে গণপিটুনি| Bangla News
আপনার পছন্দের বিষয় নিয়ে সবার আগে পড়তে বা জানতে ক্লিক করুন https://bengali.abplive.com/ -এ । ফলো করুন আমাদের ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে। ইউটিউবে গিয়ে এবিপি আনন্দ লাইভ-এ ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে ( https://www.youtube.com/user/abpanandatv )।
কেমন লাগছে এবিপি আনন্দের খবর পরিবেশন?লিখুন আমাদের প্রকাশিত স্টোরির নিচে থাকা কমেন্ট বক্সে।
Social Media Handles: Facebook: https://www.facebook.com/abpanandaTwitter: https://twitter.com/abpanandatvGoogle+: https://plus.google.com/+abpananda