করুণাময় সিংহ, মালদা: ফের বিজেপির ঘর ভেঙে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল মালদা (Malda) জেলায়। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) চারজন বিজেপি (BJP) সদস্য দলত্যাগ করে তৃণমূলে (TMC) যোগদান করলেন । সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি।


ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন ৩২টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২ টি, বিজেপি ৮টি। কংগ্রেস ১, নির্দল এক আসনে জয়ী হয়েছিল। বিজেপির দুই এবং  কংগ্রেস ও নির্দল সদস্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। বর্তমানে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমুলের আসন হল ৩০।  বিজেপি দল ছেড়ে আসা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যদের বক্তব্য  ,ওই দলে থেকে কোন কাজ করা যাচ্ছে না।অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মানুষের জন্য ঢালাওভাবে একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন । আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোন সুযোগ দেওয়া হয়নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলেনি।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে  আমরা তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। এরপরই এদিন তৃনমূলে যোগদান করি।


মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই  ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাঁদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি।


তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন,ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরও চারজন  সদস্য যোগদান করলেন। তাঁদেরকে দলে স্বাগত জানিয়েছি।


অন্যদিকে, বিজেপির জেলা কমিটির সদস্য অম্লান ভাদুড়ি বলেন,তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে বিরোধী-শূন্য করার প্রক্রিয়া শুরু করেছে। মালদা জেলাও তার ব্যাতিক্রম নয়। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে  তৃণমূলে যোগদান করছে।