করুণাময় সিংহ, মালদা:  উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজের (Prayagraj) এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে প্রায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদার (Malda) হবিবপুর থেকে তিনজনকে গ্রেফতার করল প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার পুলিশ (Crime Police)। মালদায় বসে উত্তরপ্রদেশে প্রতারণার অভিযোগ। হদিশ মিলল আন্তঃরাজ্য প্রতারণা চক্রের। উত্তরপ্রদেশ পুলিশের জালে ধরা পড়লেন মালদার ৩ বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে প্রায় ১৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।                                


কীভাবে এই কাজ চলত? 


রবিবার সকালে তিনজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম, আশিস মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সুজন মণ্ডল। তিনজনেরই বাড়ি মালদার হবিবপুরে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি মোবাইল ফোন। প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার আধিকারিক রাজীব তিওয়ারি বলেন, "ফোন করে অ্যাকাউন্ট হ্যাক করা হোত, টাকা ট্রান্সফার করে নিত।"             


আরও পড়ুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও পরিষেবা মিলল না, রোগীর মৃত্যুতে ফের বিতর্ক


পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজের বাসিন্দা এক ব্যক্তি বেশ কিছুদিন আগে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে সমস্ত তথ্য নেন। তারপরই দেখা যায় অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ ৭৮ হাজার টাকা গায়েব হয়ে গেছে।                                        


প্রয়াগরাজ পুলিশের হাতে মালদার প্রতারক
 
প্রতারণার অভিযোগ পেয়ে, আগেই ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, তাঁকে জেরা করেই মালদার হবিবপুরের বাসিন্দা ৩ জনের নাম জানতে পারেন তদন্তকারীরা। ট্রানজিট রিমান্ডে ধৃতদের প্রয়াগরাজে নিয়ে গেল পুলিশ।