করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর (মালদা) : কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণ করতে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল মালদার গাজোলের আকন্দা এলাকার বাসিন্দা এক কলেজ ছাত্রের। কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে জেলায় আরও একটি দুর্ঘটনায়। এবার প্রাণ গেল তিন জনের।


সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতঃভ্রমনে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়া রোড কালীমন্দির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত তিন জনের নাম দিলীপ সাহা, ফেকনলাল রাম ও সুরেশ খৈতান। প্রত্যেকে হরিশ্চন্দ্রপুরের তুলসীঘাটা গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো পাঁচ জন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানটি তার মধ্যে তিন জনকে সজরে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়ি উল্টে চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দিনকয়েক আগেও দুর্ঘটনা জেলায়-


কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক কলেজ ছাত্রের। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে মালদার গাজোলের আকন্দা এলাকায়। মৃত কলেজ ছাত্রের বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই-বোন। পরিবারের আর্থিক সঙ্কটের কারণে কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজ করতেন তিনি। 


পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো সেদিনও প্রাতঃভ্রমণ করতে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর দিয়ে মর্নিংওয়াক ও বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন । এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন বালুরঘাট যাওয়ার সময় তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রেল লাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বালুঘাট মর্গে।