অভিজিৎ চৌধুরী, মালদা: পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শনিবার সকালে শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা সোনাকুল গ্রামে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম এবং শাশুড়ি আনোয়ারা বিবিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মাসতারা খাতুন (২৮)। তাঁর দুই নাবালক পুত্র সন্তান রয়েছে। গত পাঁচ বছর আগে মাসতারা খাতুনের সঙ্গে সোনাপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে নানাভাবে অত্যাচার চালাচ্ছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। এদিন সকালে ওই গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকেরা ছুটি আসে। এরপরে পরিবারের তরফ থেকে মাসতারা খাতুনকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।  পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


কিছুদিন আগেই বর্ধমানে এমনই ঘটনা সামনে এসেছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী। এই অভিযোগে ঘুমন্ত স্ত্রীকে খুন করল স্বামী! সিভিক ভলিন্টিয়ারের বাড়িতে গিয়ে নিজেই জানাল খুনের কথা! পূর্ব বর্ধমানের কালনার ইসবপুরের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।


ভোরের আলো ফুটতেই, স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল ঘরজামাই। পরে সিভিক ভলিন্টিয়ারের বাড়িতে গিয়ে অপরাধ স্বীকার। নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন? উঠছে প্রশ্ন। উৎসবের মরশুমে এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল পূর্ব বর্ধমানের কালনার ইসবপুর গ্রাম।


এর আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে, জলপাইগুড়ির রাজগঞ্জে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের ছবি দেখা গিয়েছিল। চুল কেটে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রাম! ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।