করুণাময় সিংহ, মালদা: আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মানিকচক থানার মথুরাপুরের ভেস্ট পাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম কৈলাস ঘোষ। গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই ব্যক্তি। তারপর আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে আমবাগানে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা মৃতদেহটি দেখতে পেয়ে প্রথমে বাড়িতে এবং তারপর মানিকচক থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মানিকচক থানার খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে ওই ব্যক্তিকে খুন করতে হয়েছে বলে অভিযোগ পরিবারের। কি কারণে খুন খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।
কিছুদিন আগেই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল বীরভূমে। জলাধারে পাশাপাশি মানুষের দেহ আর মরা অজগর সাপ! বীরভূমে জলে এভাবেই পাশাপাশি ভাসতে দেখা গেল মৃত মানুষের দেহ ও মরা অজগরকে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া জলাধারে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ভিড় জমান স্থানীয়রা। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল, তাঁর দেহের পাশে মরা অজগরই বা ভাসছে কেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহম্মদ বাজার বাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। গত শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই এ ব্যাপারে খবর পাঠান পুলিশকে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।