করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর : যত কাণ্ড আবাস তালিকা ঘিরে । এবার মৃত ব্যক্তির নাম মিলল আবাস তালিকায়। যিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ভাশুর।সঙ্গে নাম রয়েছে ওই সদস্যার স্বামীরও। কিন্তু ওই এলাকায় এক তৃণমূল কর্মী যাঁর প্রথমে তালিকায় নাম থাকলেও, পরে বাদ যায়। তাঁর অভিযোগ, এই এলাকায় যাদের পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় আছে। সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, ওই সদস্যার স্বামী দিনমজুর। তাঁর টিনের বাড়ি রয়েছে। তাই নাম রয়েছে তালিকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামের ঘটনা। ঘটনা নিয়ে ওই এলাকার বাসিন্দা রাজীব মিঞা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দফতরে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, প্রথমে তালিকাতে নাম থাকলেও, দুইবার সার্ভে হওয়ার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেছে। কিন্তু এলাকায় যাদের পাকা টাইলসের বাড়ি তাঁদের নাম আছে।
তালিকা সামনে আসতেই 'চক্ষু চড়ক গাছ' হওয়ার অবস্থা। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা কোহিনূর বেগমের স্বামী আহমেদ হাসান এবং ভাশুর মেহেদি হাসানের নাম রয়েছে এই তালিকায়। যেখানে মেহেদি হাসান দুই বছর আগে মারা গেছেন। এই ঘটনায় প্রশ্ন উঠেছে সার্ভে অফিসারদের ভূমিকা নিয়ে। কতটা সঠিক সার্ভে হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন থাকছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান ধরমা মণ্ডলের দাবি, মৃত ব্যক্তির নাম '১৮ সালের তালিকায় ছিল। হয়তো এখানে কিছু ভুল হয়েছে। আর সদস্য হলেও, কারোর যদি পাকা বাড়ি না থাকে নাম থাকতেই পারে।
পঞ্চায়েত সদস্যের স্বামী আহমেদ হাসানও একই দাবি করেছেন।
এই পরিস্থিতিতে জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের প্রশ্ন, সার্ভের পর কীভাবে মৃত ব্যক্তির নাম তালিকায় থাকতে পারে ? সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে।
সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। এই ঘটনাই বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া।
সাম্প্রতিক সময়ে আবাস যোজনা নিয়ে কম অভিযোগ ওঠেনি রাজ্যজুড়ে। সম্প্রতি এই তালিকাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে। আবাস যোজনার তালিকায় নিজের নাম বাদ গেছে। আর এর পেছনে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর হাত আছে। এই সন্দেহে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তাঁরই খুড়তুতো ভাই ও তার সঙ্গীদের বিরুদ্ধে। উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।