করুণাময় সিংহ, মালদা: নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তৃণমূল নেতার সঙ্গে বিতর্কে জড়ালেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বেহুলা কলোনী এলাকায় নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান খগেন। সেই সময় পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী শ্রবণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন খগেন মুর্মু। এলাকার উন্নয়ন করেন না খগেন অভিযোগ শ্রবনের। পাল্টা সব পুরসভা কে টাকা দিচ্ছে কেন্দ্র দাবী খগেন মুর্মুর। আর এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক উত্তেজনা।


বর্ষায় বেহাল নিকাশি, দায়ী কে ?


উল্লেখ্য পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচ্চা কলোনী এলাকার বাসিন্দারা বর্ষার মরশুমে অধিকাংশ সময় জলমগ্ন হয়ে থাকে কারণ এই এলাকায় নিকাশি ব্যবস্থা খুবই বেহাল। এলাকাবাসীর দীর্ঘদিনের চাপা ক্ষোভ রয়েছে এই নিকাশি ব্যবস্থার জন্য। এবং তারা সকল জন প্রতিনিধিকেই দায়ি করছে এই বেহাল নিকাশির জন্য।এলাকায় গিয়ে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করার সময় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অর্থাৎ পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গঙ্গোপাধ্যায় সাংসদ খগেন মুর্মুকে সামনে পেয়ে তাঁর সামনে একরাশ ক্ষোভ উগড়ে  দেন। তাঁর অভিযোগ এই এলাকায় সাংসদ কোন কাজ করেনি।এখন শুধু এলাকার মানুষকে ভাঁওতা দিতে এসেছে এরমধ্যে সংসদ সাংসদ বাকবিতণ্ডায় জড়িয়ে যান।  


'বিপর্যয় মোকাবিলা থেকে প্রচুর টাকা আসে কিন্তু এরা কাজ করে না'


সাংসদ খগেন মুর্মু জানান ,এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা জিইয়ে রেখেছে একমাত্র পৌরসভা।কারণ পৌরসভা শুধু মানুষের ভোট নিয়ে নেয় কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ।বিপর্যয় মোকাবিলা থেকে প্রচুর টাকা আসে কিন্তু এরা কাজ করে না। পরিদর্শন শেষে ১৭ নম্বর ওয়ার্ডের লাগুয়া এবং পুরাতন মালদা সাহাপুর অঞ্চলের সংযোগ স্থল বাইপাসের ধারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।যাতে করে একটি বড় কালভার্ট করে ১৭ নম্বর ওয়ার্ডের জল  নিষ্কাশন করা যায় তবেই এই এলাকা জলমগ্ন থেকে বাঁচবে। পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রবণ গাঙ্গুলি জানান,যে পৌরসভার উদ্যোগে প্রতিদিন পাম্প চালিয়ে জল নিষ্কাশন করা হয়।এলাকাবাসীর সুবিধার্থে পাশাপাশি বর্ষা পার হলেই এখানে নিকাশি নালার কাজ শুরু হবে।কাজের চুক্তি হয়ে গেছে। সাংসদ শুধু শুধু এখানে রাজনীতি করতে এসেছেন।


আরও পড়ুন, BJP-শাসিত রাজ্যে দাম কমল জ্বালানির, কী দরে বিকোচ্ছে আজ বাংলার পেট্রোল পাম্পগুলি ?


' সাংসদ খগেন মুর্মু এলাকায় নাটক করতে এসেছেন'


এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, সাংসদ খগেন মুর্মু এলাকায় নাটক করতে এসেছেন।  তিনি এতদিন ধরে এলাকার সাংসদ ছিলেন তিনি একটিও কাজ করেননি কিন্তু আমরা বর্ষার সময় ওই এলাকায় অনবরত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করে থাকি।এলাকার মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করছি।  পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি নিকাশি নালার কাজ প্রথম পর্যায়ে হয়ে আছে এবং বর্ষা পার হলে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বাকি কাজ করা হবে।কাজের টেন্ডার করা হয়ে গেছে। এখানে বিজেপির সাংসদ নাটক করতে এসেছেন তিনি আজ পর্যন্ত পৌরসভা এলাকায় কোনও উন্নয়ন করেননি।