অভিজিৎ চৌধুরি, করুণাময় সিংহ, মালদা: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের বাড়িসহ নগদ চার লক্ষ টাকা। স্বপ্ন ছিল পাকা বাড়ি হবে। শখ পূরণের জন্য অনেক কষ্টে লাখ চারেক টাকাও জোগাড় করেছিলেন দিনমজুর রশিদ আলি। ইদের পর্ব শেষ হলেই পাকা বাড়ি তৈরির কাজে হাত লাগানোর কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। ভয়াবহ আগুনে বাড়ি-সহ পুড়ে ছাই চার লক্ষ টাকাও। 


মঙ্গলবার ভোর তিনটা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মুসলিম পাড়া এলাকায় আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে রোজার জন্য সেহেরী খেতে উঠেছিলেন পাড়ার লোকেরা। সেই সময়ে স্থানীয় বাসিন্দা সুলতান আলির গোয়াল ঘরে আগুন দেখতে পান তাঁরা। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।


তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকার কারণে আগুন নেভাতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী রশিদ আলির বাড়িতে। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলকর্মীরাপৌঁছলেও ছোটো রাস্তা হওয়ায় কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে যায়।


আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, মারা গিয়েছে বেস কয়েকটি ছাগলও। রশিদ আলি জানান, সুলতান আলির গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়েছিল। এর আগেও বেশ কয়েকবার তার বাড়ি থেকে আগুন ছড়িয়েছিল। বলা সত্বেও সে এ বিষয়ে সতর্ক হয়নি বলে অভিযোগ। 


বিধ্বংসী আগুনে রশিদ আলির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা নগদ চার লক্ষ টাকা, মজুত শস্য, আসবাবপত্র, জামা-কাপড়, প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে খবর। পাকা বাড়ি তো দূরের কথা, সর্বস্ব হারিয়ে পরিবারটিকে নিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন রশিদ আলি।


বিগত কয়েকদিনে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দেখে নিন এক নজরে...



  • গত ১৩ তারিখ তিলজলায় একটি ছাপাখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হয় আর এক ছেলে।

  • গত ৭ তারিখ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া ৩০টি অস্থায়ী দোকান।

  • গত ৬ তারিখ গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসন ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে। 

  • গত ২৯ মার্চ সন্ধ্যায় রাসবিহারী মোড়ে হোটেলে অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে ছড়ায় আতঙ্ক। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

  • গত ২২ মার্চ শোভাবাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বিউটি পার্লার। 

  • গত ১৯ মার্চ ভোরে টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওয় আগুন লেগে যায়। ওই সময়ে কোনও শ্যুটিং চলছিল না বলে কেউ হতাহত হননি। তবে পুড়ে ছাই হয়ে যায় টুডিওর গোডাউন। নষ্ট হয়ে যায় হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাসের মতো বহু পুরনো ছবির রিল।