করুণাময় সিংহ, মালদা: স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদায় (Malda)। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার (English Bazar) মিলকি ফাঁড়ির কাউয়াখোন মোহনপুর (Mohanpur) এলাকায়। খুনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মিলকি ফাঁড়ির পুলিশ। 


গতকাল প্রেমিককে চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের (Murder) ঘটনা ঘটে না! প্রেমিকের মৃত্যুর খবর তাঁর স্ত্রীকে জানানোর পর মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই শ্রীঘরে (Police Custody)। হাওড়ায় (Howrah) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এক রহস্যজনক মৃত্যু নিয়ে। যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকলেও প্রেমিককে ঠেলে ফেলে খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিকা। খুনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া অভিযোগের জেরে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রেমিকাকে। উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হলে তাঁকে দু'দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


ঘটনাক্রম ঠিক কী? পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে শশীকান্ত মালিকের (৩২)। হাওড়ার রাণিহাটির এক সিংগিং বারে গান করতেন শশীকান্ত। সেখানে বার ডান্সারের কাজ করতেন অভিযুক্ত প্রেমিকা কেয়া সরকার ওরফে মিস টিনা। গত বছর দুয়েক হল বাউড়িয়ার বুড়িখালি এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন দু'জনে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মিস টিনা তাঁর স্বামীর সংসার ছেড়ে দশ বছরের মেয়েকে নিয়ে থাকতেন শশীকান্তের সঙ্গে। এদিকে, শশীকান্তের বাড়ি উলুবেড়িয়া। তাঁর স্ত্রী ও এক ছেলে ও মেয়ে রয়েছে। 


সিংগিং বারে কাজের সুবাদে শশীকান্ত ও মিস টিনার সম্পর্ক গড়ে ওঠে। দু'জনেই তাঁদের সংসার ছেড়ে একসঙ্গে থাকতে শুরু করেন। এক মাঝেই গতকাল ঝগড়ার পর ছাদ থেকে ঝাঁপ মেরে শশীকান্ত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তাঁর প্রেমিকার। যদিও সেই দাবি মানতে নারাজ তাঁর স্ত্রী। শশীকান্ত-র স্ত্রী ও ভাইয়ের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে।