করুণাময় সিংহ, মালদা: রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই এবার মালদার হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার টোপে ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত ICDS কর্মী ও তাঁর মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দয়ের হয়েছে। অভিযোগ, অভিযোগকারীর মেয়েকে ১৫ দিনের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বছর দুই আগে ৪ লক্ষ টাকা নেন ICDS কর্মী ও তাঁর মেয়ে। চাকরি না হওয়ায়, টাকা ফেরত চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে, অভিযোগকারীর বিরুদ্ধেই টাকা ধার নেওয়ার পাল্টা অভিযোগ তুলেছে অভিযুক্তপক্ষ। বিজেপির কটাক্ষ, গোটা ঘটনায় তৃণমূলের মদত রয়েছে। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছে শাসকদল।


যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস কর্মীর মেয়ে। তিনি বলেন ওই ব্যক্তির কাছ থেকে তিনি কোনও রকম টাকা নেননি, উল্টে তাকেই টাকা ধার দিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, শাসক দলের মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য দুলাল সরকার বলেন, রাজ্য তৃণমূল নেতৃত্ব এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। কেউ যদি অন্যায় করে তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিজেপির কোন কাজ নেই তাই সবকিছুতেই তৃণমূলকে জড়িয়ে দিচ্ছে। লিখিত অভিযোগ দায়ের এরপরই ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


সৌভিককে নগর দায়রা আদালতে পেশ


এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিককে নগর দায়রা আদালতে নিয়ে যাওয়া হল। আজ আদালতে নিয়ে যাওয়া হবে মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে। ইডি সূত্রে খবর, ২ জনেরই জামিনের বিরোধিতা করা হবে। এর মধ্যেই জেল হেফাজতের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শতরূপা ভট্টাচার্য। 


অনুব্রতর দিল্লি যাত্রা


অবশেষে কাটতে চলেছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট। এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের।


এদিন এও বলা হয়, 'কলকাতায় কেন্দ্রের অধীনে থাকা হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। ফিটনেস দিলে হাসপাতালেই ইডির হাতে হস্তান্তর করতে হবে। তারপর হাইকোর্টের নির্দেশ মতো অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে ইডি'।