করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচকে এবার সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। কাটমানি না দিলে বকেয়া টাকা মিলবে না বলে জানিয়ে দেন জয়েন্ট বিডিও, অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। মন্তব্যে নারাজ বিডিও। অস্বস্তিতে জেলা প্রশাসন। (Malda Joint BDO)
কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সরকারি আধিকারিক। কেউ শিখেছেন বুক কিপিং। কেউ প্রাণিসম্পদ দফতরের প্রশিক্ষণ নিয়েছেন। কেউ আবার স্কুলের ইউনিফর্ম তৈরি করেছেন। অভিযোগ, এঁদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকার একাংশ গিয়েছে সরকারি আধিকারিকের পকেটে। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনা খাতুন বলছেন, জয়েন্ট স্যর ডেকে বললেন আপনারা যদি ৫০% টাকা দেন তাহলে আমি বিল ছাড়ার ব্যবস্থা করব। দল থেকে ঋণ করে ২ টাকা ৫ টাকা সুদে টাকা রাতারাতি দিতে বাধ্য হয়েছি, বাধ্য করেছে, আমার ৫ লক্ষ বিল ২ লক্ষ ৭০ হাজার দিয়েছি।
টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার বিডিও অফিসে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের অভিযোগ, প্রাপ্য টাকা চাইতে গেলে অপমানজনক ব্যবহার করেন জয়েন্ট বিডিও।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ফরিদা খাতুনের কথায়, টাকার কথা বলছি, ঘরে ঢুকছি বলছে বেরিয়ে যান, টাকা চেয়েছিল ৬ লক্ষ তাও আমি ওকে ৩ লাখ ২০ হাজার দিয়েছি।
কাটমানি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল।
মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলছেন, তৃণমূল ও প্রশাসনের নেক্সাসে দুর্নীতি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দুঃস্থ, অল্প করে টাকা জমিয়ে সমিতি করে।
মালদার (Malda) কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি দুলাল সরকারের কথায়, ' তৃণমূলে দুর্নীতি করলে দল পাশে থাকে না। কোনও অফিসার যদি করে রিপোর্ট এলে সরকার শাস্তি দেবে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়নি। মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। '