মালদা: ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হল কালিয়াচক এলাকা থেকে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর প্রত্যেকটি নোট ৫০০ টাকার। 


ধৃতরা হলো ইফতিকার মুক্তার (৩৯), মোহাম্মদ ওয়াসিম খান (৩৭)। এই দুজনই মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা, এমনটাই জানা গিয়েছে। অপর ধৃতের নাম মোঃ আসামুল শেখ। তিনি মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় এই তিন ব্যক্তিকে। 


পুলিশ সুত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশের অনুমান, মহারাষ্ট্র থেকে মালদায় এই জাল নোট কিনতে এসেছিল মহারাষ্ট্রের এই দুই বাসিন্দা। মালদার মোথাবাড়ির বাসিন্দা আসামুল শেখ-এর নামও উঠে এসেছে এই ঘটনায়। অনুমান, তাঁর কাছ থেকে এই জাল নোটগুলি নিয়ে মহারাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। 


এর আগেই পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। জালনোট গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং এর পেছনে কারা কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার তদন্তকারী আধিকারিকেরা।


সম্প্রতি ২০  লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার-সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬),ওম প্রকাশ ডাহান (৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেই সময় গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।