করুণাময় সিংহ, মালদা: ফের গঙ্গা ভাঙনের মুখে পড়ে আতঙ্ক ছড়াল মালদায় (Malda)। মানিকচকের গোপালপুর অঞ্চলে ব্যাপক গঙ্গা ভাঙ্গন। মুহূর্তের মধ্যে গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জমি। বাড়ি হারানোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।
আগেও বহুবার গঙ্গা ভাঙন মালদায়
তবে শুধু চলতি বছরেই নয়, প্রায় প্রতি বছরেই গঙ্গার ভাঙনের মুখোমুখি হয় মালদার এই এলাকা।মালদার কালিয়াচকে গঙ্গার ভাঙন দিনে দিনে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। পাড় গিলতে গিলতে গ্রামের বসতির দিকে এগিয়ে আসছে গঙ্গা। অসহায় বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনারও ভুরিভুরি উদাহরণ রয়েছে। গত কয়েক বছরে কয়েক হাজার পরিবার ভাঙনের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ?
কিন্তু মালদার এহেন পরিস্থিতিতে বারবার উঠে এসেছে এক রাজনৈতিক দৃশ্য। কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ? এনিয়ে আগেও শাসকদল ও বিরোধীদের মধ্য়ে চাপান উতোর দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে ভুক্তভুগীদের পুনবার্সনের কথা তুলেছে বারবার।
প্রাকৃতিক দুর্যোগের মুখে উপকূলবর্তী এলাকা
এদিকে গঙ্গা ভাঙন নিয়ে যখন জেরবার মালদা, ঠিক তখনই দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। মূলত পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় সুন্দরবন জুড়ে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
ইতিমধ্যেই বুধবারের জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ও সাগর ব্লক। নামখানার মৌসুনি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুনির বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় প্রায় ৫০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাঁধে ধস নেমেছে।
নদী বাঁধে ধস
অন্যদিকে সাগরের মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি ও মন্দিরতলা এলাকায় নির্মীয়মাণ ক্রংক্রিট বাঁধেও ধস নেমেছে। সাগরের বঙ্কিমনগর,মহিষামারিতেও বাঁধ উপচে জল ঢুকেছে এলাকায়। কাকদ্বীপের তিলকচন্দ্রপুরে মুড়িগঙ্গা নদীর বাঁধেও ধস নেমেছে। কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হুগলি নদী তীরবর্তী বাঁধেও ধস নেমেছে।
আরও পড়ুন, গঙ্গায় উঠল ৫০ কেজির কাতলা, মাছ বাজারে আসতেই কেনার হিড়িক মালদায়
এলাকা পরিদর্শন শুরু করল সেচ দফতর
জোয়ারের জলে প্লাবিত হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার কেল্লার মাঠের পিকনিক স্পট। জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে সেচ দফতরের কর্মীরা ভাঙন কবলিত সাগর ও কাকদ্বীপের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আবহাওয়ার উন্নতি হলে বাঁধ মেরামতির কাজ শুরু করবে সেচ দফতর।