করুণাময় সিংহ,মালদা: না, এটা শৈশবের কুমির ডাঙা খেলা নয়। যে ভুল করলে শুধুই আউট। এবার একেবারে আসল কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ল মালদা এলাকায়। কখনও জলে ভেসে বেড়াচ্ছে, তো আবার কখনও ডাঙায় উঠে পড়ছে কুমির। আর এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক (Crocodiles Fear) ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় (Ganges)। নদীতে মানুষ যাতে না নামে, সতর্ক থাকে, তাঁর জন্য যথারীতি পদক্ষেপ নিয়েছে প্রশাসন।


কুমিরের আতঙ্ক মানিকচকের গঙ্গা তীরবর্তী এলাকায়


নদী তীরবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন বন দফতরের কর্মীরা। মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে মানিকচক থানার পুলিশ। নদীতে সাধারণ মানুষ যাতে না নামে, তার জন্য সচেতন করছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। কুমিরের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য নির্দেশ দিচ্ছেন বন দফতরের আধিকারিকরা। নদীতে নজরদারি বাড়িয়েছে বন দফতর ও পুলিশ। নদীতে নামছে নামতে ভয় করছেন সাধারণ মানুষ-সহ জেলেরা।


হুগলির হিন্দমোটর উত্তর পাড়া এলাকার গঙ্গায় আচমকাই আতঙ্ক


গতবছর সেপ্টেম্বর মাসে এমনই আতঙ্ক দেখা গিয়েছিল হুগলির হিন্দমোটর উত্তর পাড়া এলাকার গঙ্গায় আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দেখা গিয়েছিল, জলের উপর কিছু একটা লম্বা মতো ভাসছে। খাজ কাটা ওই রূপ দেখে কারও আর বুঝতে দেরি হয়নি যে ওটা কুমির। এদিকে ওই গঙ্গার ঘাটগুলিতে অনেকেই সকালে স্নান সারেন। পুজো দেন। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। 


শেওড়াফুলির একটি ঘাটেও এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছিল


একুশ সালে শেওড়াফুলির একটি ঘাটেও এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছিল। যদিও সেবার এক মৃত কুমির উদ্ধার করেছিল বন দফতর। যদিও অনেক সময় এনিয়েও দ্বন্দ্ব তৈরি হয় যে, ওটা ঘড়িয়াল না কুমির ? তবে যাইহোক না কেন এমন কিছু দেখলে কখনই তার ক্ষতি না করে দ্রুত বন দফতর কিংবা স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া উচিত। আর তাঁরা না এসে পৌঁছনো অবধি সতর্ক থাকা।


আরও পড়ুন, প্রার্থী 'অসন্তোষে' BJP প্রার্থীর গাড়িতেই হামলা, ভগবানগোলায় দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ


তবে জলে কুমির, ডাঙায় বাঘ-প্রচলিত এই কথাই বারবার সত্যি করেছে রাজ্যের কিছু জেলা। কোথাও রয়াল বেঙ্গল টাইগার, কোথাও আবার চিতা। নিঃসন্দেহে একদিক দক্ষিণ ২৪ পরগনা জেলা আর অপরদিকে উত্তরবঙ্গ। এই দুইয়ের মিশেলে মিশে আছে বাংলা গর্ব। আবারও বুকধুকপুকও।