করুণাময় সিংহ, মালদা : মিজোরামে সেতু-বিপর্যয়ের পর অন্ধকার নেমে এসেছে মালদার ঘরে ঘরে। স্বজন হারানোর শোকের সেই আবহ কাটতে না কাটতেই ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মালদার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। ২২ বছরের ইতেকাপ শেখের কফিনবন্দি দেহ ফিরল ইংরেজবাজারের নতুন ন’ঘরিয়া গ্রামের বাড়িতে। (Migrant Labor Death)


গ্রামবাসীদের দাবি, ইতেকাপের বাবা বিশেষভাবে সক্ষম, ভাই নাবালক, মাও অসুস্থ। গ্রামে ১০০ দিনের কাজ না থাকায়, মাসখানেক আগে গুজরাতের সুরাতে পাড়ি দেন ওই তরুণ। অভিযোগ, শনিবার মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজ না পেয়ে ইতেকাপের মতো অনেকেই চলে যাচ্ছেন ভিনরাজ্যে। এই নিয়ে মাসখানেকের মধ্যে মালদার ২৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।     

গত ২৩ অগাস্ট, মিজোরামের (Mizoram) আইজলের কাছে সাইরাংয়ে নির্মীয়মান রেল সেতু ভেঙে প্রাণ যায় মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ২৮ অগাস্ট, অসমের জোড়হাটে রেলের টাওয়ার বসানোর কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে মানিকচকের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।          


কিছুদিন আগেই ধনধান্য অডিটোরিয়ামে রিয়েল এস্টেট সংগঠনের এক অনুষ্ঠানে, পরিযায়ী শ্রমিকদের এরাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।  আবার মঙ্গলবারই নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ' দেশের পূর্ব ভাগকে সমৃদ্ধ করতে হবে। ভারতের পূর্ব ভাগ, যেটা সম্পদে পরিপূর্ণ সেখানকার যুবকদের রোজগারের জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে, এই পরিস্থিতি আমাদের বদল করতেই হবে। ' 


ওয়াকিবহাল মহলের ধারণা, নাম না করে কি এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে নিশানা করলেন নরেন্দ্র মোদি? রাজ্য সরকারের পরিসখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের সংখ্যা প্রায় ৩৮ লক্ষ।  সম্প্রতি মিজোরামে রেলের নির্মীয়মাণ সেতু ভেঙে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু হয়! ২০১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী,  গোটা দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৬ কোটি। করোনাকালে লকডাউনের সময় তাঁদের অনেককেই চরম দুর্দশার শিকার হতে হয়েছে। এই প্রেক্ষাপটেই এবার নরেন্দ্র মোদির মুখে উঠে আসে পরিযায়ী শ্রমিকদের কথা। পূর্বের কথা। 


বাগযুদ্ধ তো চলবে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের হাল কি কোনওদিন কোনও সরকার শুধরাবে? সেটাই বড় প্রশ্ন। 


আরও পড়ুন :


পিএম বিশ্বকর্মা যোজনার যাত্রা শুরু, ১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ