করুণাময় সিংহ, মালদা:  পুরভোটে (Municipal Election) মালদায় (Malda) বামেদের জোটবার্তা (Left Parties-Congress Alliance)  দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। ইংরেজবাজার ও পুরাতন মালদা এই দুই পুরসভায় কিছু আসন ছেড়ে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। যদিও হাত শিবিরের এই আবেদন খারিজ করে দিয়েছে সিপিএম (CPIM)। আর এনিয়ে দু’দলকেই কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।


কলকাতার পর ৪টি কর্পোরেশনের ভোটেও বাম-কংগ্রেস জোট হয়নি।শতাধিক পুরসভার ভোটে কী হবে তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এই অবস্থায় মালদায় সিপিএমকে জোটের বার্তা দিল কংগ্রেস।মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার ২৯টি আসনের মধ্যে ১৫টিতে এবং পুরাতন মালদার ২০টি আসনের মধ্যে ৮টিতে প্রার্থী ঘোষণা করল তারা।


বাকি আসনগুলি ফাঁকা রেখে বামেদের সঙ্গে জোটের আহ্বান জানাল হাত শিবির।প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেছেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটকে এককাট্টা করতে আমরা আলোচনার রাস্তা খোলা রেখেছি, এখনও সম্ভাবনা আছে, সুযোগ আছে।


কংগ্রেসের আগে ইংরেজবাজার পুরসভায় প্রার্থী ঘোষণা করে বামেরা।২৮ জানুয়ারি তারা ২৯টির মধ্যে ১৬টি ওয়ার্ডে প্রার্থীর নাম জানায় তারা।
তাহলে কি কংগ্রেসের ডাকা সাড়া দিয়ে সেগুলি ছেড়ে দেবে বাম শিবির? যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন জোটের সম্ভাবনা সরাসরি খারিজ করেছে জেলা সিপিএম নেতৃত্ব। দলের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেছেন, আমাদের জন্য আসন ছেড়ে রেখেছে কিনা,  জানি না। আমাদের জন্য ছেড়ে রেখেছেন ,অথচ আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই, আমরা বামফ্রন্টগত ভাবে লড়াই করব, কংগ্রেসের সঙ্গে জোট করে নয়।


আর এনিয়েই দু’দলকে একযোগে আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি।তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র শুভময় বসু বলেছেন,বাম জামানায় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হয়েছে, সেই সব ভুলে কংগ্রেস বামেদের সাথে জোট করেছে। জোট করে হোক বা এককভাবে হোক, মানুষের কাছে এদের আবেদন গৃহীত হবে না। 


বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অম্লান ভাদুড়ি বলেছেন, বাংলার রাজনীতিতে বাম-কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে, জোট করে হোক বা একক ভাবে হোক বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে।
          
সব মিলিয়ে পুরভোটের আগে জোট জল্পনায় সরগরম গনি খানের জেলা।