করুণাময় সিংহ, মালদা: বেলাগাম করোনা সংক্রমণ (Coronavirus)। বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই দ্রুতগতিতে সংক্রমণ বৃদ্ধিতে রাশ টানতে এবার কনটেনমেন্ট জোনের (Containment Zone) পথে হাঁটল মালদার (Malda) ইংরেজবাজার। সেই শহরের ৮টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) করে দেওয়া হয়েছে। 


করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে গতকাল জেলশাসক ইংরেজবাজারে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ জারি করেছেন। সেই অনুযায়ী, ওই শহরের ৩, ৫, ৮, ৯, ১০, ১৮, ২২ ও ২৪ নং ওয়ার্ডের কিছু নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ থেকেই ওই সমস্ত জায়গায় বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।


আরও পড়ুন: Nadia News : চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের আউটডোর


অন্যদিকে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। এই পরিস্থিতিতে এই সপ্তাহে জেলার বেশ কয়েকটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় ১৩  জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত বাজার দোকান-শপিংমল সবকিছু বন্ধ থাকবে । কেবল মাত্র চালু থাকবে ওষুধের দোকান । নিউ ব্যারাকপুর পৌরসভা এলাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে তিনদিন দোকান বাজার বন্ধ থাকবে ।সোমবার বৈঠকে সিদ্ধান্ত হয়, পুরসভা এলাকার সমস্ত বাজার দোকান সোম বুধ শুক্র বন্ধ থাকবে । এছাড়াও উত্তর দমদম পৌরসভা এলাকার সমস্ত বাজার দোকান বুধবার শুক্রবার বন্ধ থাকবে।  এমনটাই  বৈঠক শেষে পুরসভা জানিয়েছে ।


নিউ ব্যারাকপুর পুরসভা এলাকার ৭টি বাজার আগামীকাল থেকে সপ্তাহে তিনদিন, সোম, বুধ ও শুক্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চলবে।