করুণাময় সিংহ, মালদা : দক্ষিণ কলকাতার পর এবার মালদা। পোস্টারে নব্য তৃণমূলেরর আগমন বার্তা ! পোস্টার বয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নেই দলনেত্রীর ছবি। বার্তা, ' যেমনটা সাধারণ মানুষ চায়, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ' অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে পোস্টার পড়লো মালদার চাঁচলে।


পোস্টার বয় অভিষেক
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, অনুব্রতর সিবিআই হেফাজত, তৃণমূলের একের পর  এক হেভিওয়েটের দিকে যখন দুর্নীতির অভিযোগ চরমে উঠেছে, তখনই দক্ষিণ কলকাতায় পড়েছিল এমনই হোর্ডিং, সেখানেও পোস্টার বয় ছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানেও ব্যবহার হয়নি। এই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। বিশেষত বিরোধী শিবির এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদলকে আরেকবার খোঁচা দিতে ছাড়েনি। 

দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং পড়ে
ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ! মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এখন CBI হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। আর এই অবস্থাতেই, দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং পড়ে। হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা ছিল আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়। একই হোর্ডিং-এর প্রতিচ্ছবি এবার মালদায়। 


 ‘নতুন তৃণমূল’ এই শব্দবন্ধ নিয়ে নতুন করে জল্পনা
হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দবন্ধ নতুন করে জল্পনা তৈরি করছে। কারণ, বামফ্রন্ট আমলে শোনা যেত, ‘বামফ্রন্টের বিকল্প- উন্নততর বামফ্রন্টে’র কথা। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা, নতুন তৃণমূল! যা নিয়ে ফের একবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদের জল্পনা উস্কে দেন বিরোধীরা। 


তৃণমূলের তৃতীয়বার জয়ের প্রথম বর্ষপূর্তির দিন, ফেসবুক পোস্টে  কুণাল ঘোষ লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি সেই পথেই এগোচ্ছে তৃণমূল ? কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, ' রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কী নজরুলের ছবি দেওয়া যাবে? ' কিন্তু এই পোস্টার-বার্তা নিয়ে নতুন গুঞ্জন কিন্তু চাপা দেওয়া যাচ্ছে না।