অভিজিৎ চৌধুরী, মালদা: টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু (Death) হল এক কিশোরের। বেপরোয়া যানবাহনের ধাক্কায় একের পর এক প্রাণ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের-


দিন কয়েক আগেই মালদার (Malda) চাঁচলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় এক বাইক আরোহীর। সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক সেই দুর্ঘটনার (Accident) পর এবার হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বেজাপুরা গ্রামীণ সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ তারেক। বছর এগারোর ওই কিশোরের বাবা মহম্মদ ইসলাম পেশায় একজন দিনমজুর। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক।


আরও পড়ুন - Khagen Murmu : একাধিকবার তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব, চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ছাত্র তারেক এদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় সে। দুমড়ে মুচড়ে যায় তার সাইকেল। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, কনুয়া - বেজপুরা গ্রামীণ সড়তে দ্রুত গতিতে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করছে। তাঁদের দাবি, যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের এগিয়ে আসা দরকার। প্রায় রোজই এভাবে গতির বলি হচ্ছেন বহু মানুষ। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।