করুণাময় সিংহ, মালদা: পাটক্ষেত থেকে উদ্ধার হল সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) রক্তাক্ত মৃতদেহ (Dead Body)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর (Baishnabnagar) থানার পুলিশ। 


সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার-


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকায় এলাকায় পাটক্ষেতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান তাঁরা। এলাকার লোকেরা দ্রুত খবর দেন পুলিশে। বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বচ্চন মণ্ডল। ওই যুবক বৈষ্ণবনগর থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। যুবকের রক্তাক্ত মৃতদেহকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সিভিক ভলান্টিয়ারের পরিবারের সদস্যরা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। 


আরও পড়ুন - Malda News: টিটেনাসের বদলে মহিলাকে ভুল করে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন, চিকিত্সককে ঘিরে বিক্ষোভ


পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণীর এক ছাত্রের-


প্রসঙ্গত, দিন কয়েক আগেই হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বেজাপুরা গ্রামীণ সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ তারেক। বছর এগারোর ওই কিশোরের বাবা মহম্মদ ইসলাম পেশায় একজন দিনমজুর। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণীর ছাত্র তারেক বাড়ি থেকে সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় সে। দুমড়ে মুচড়ে যায় তার সাইকেল। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, কনুয়া - বেজপুরা গ্রামীণ সড়তে দ্রুত গতিতে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করছে। তাঁদের দাবি, যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের এগিয়ে আসা দরকার। প্রায় রোজই এভাবে গতির বলি হচ্ছেন বহু মানুষ। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।