অভিজিৎ চৌধুরী, মালদা: কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শনিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল মালদার গাজোলের আকন্দা এলাকায়। জানা গেছে, মৃত কলেজ ছাত্রের বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই-বোন। তাই পরিবারের আর্থিক সংকটের কারণে কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজও করত। 


 এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মালদায়


পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রাতঃভ্রমণ করতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর দিয়ে মর্নিংওয়াক ও বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন । এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন বালুরঘাট যাওয়া সময় তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রেল লাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বালুঘাট মর্গে। পাশাপাশি 'মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।


আরও পড়ুন, কালীপুজোর আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? আগামীকাল সতর্কতার আওতায় কোন কোন জেলা ?


অতীতেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভারতীয় রেল


গতবছরও এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভারতীয় রেল। হেডফোন দিয়ে পারাপারের সময়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ১ অজ্ঞাত পরিচয় এক মহিলার। ঘটনাটি ঘটেছিল হাওড়ার ফুলেশ্বরে।  দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এক মহলা কানে হেডফোন দিয়ে সাইকেল চালিয়ে রেললাইন পেরোচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান  ঠিক তখনই আপ লাইনে একটি মালগাড়ি চলে আসে।  হেডফোন থাকায় ঠাহর করতে পারেনি ওই মহিলা। মাল গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল রেল পুলিশ। কিন্তু ততক্ষণে সব শেষ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।