মালদা: আবাসে দুর্নীতির (PMAY Scam) অভিযোগে তোলপাড়ের মধ্যেই শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা। মালদার (Malda) গাজোলে শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম জমা ঘিরে বিতর্ক। আর এই বিতর্ককেই সামনে রেখে তীব্র আক্রমণ তৃণমূলের।
'বিজেপির সভায় লোক হয় না, ভিড় টানতে আবাসের ফর্ম জমা', কটাক্ষ তৃণমূলের। আবাসে নাম তৃণমূলের লোকেদের, যোগ্যদের জন্য ফর্ম জমার ব্যবস্থা, পাল্টা বিজেপি। আবাসে ফর্ম জমা হবে বলেই সভায় এসেছিলাম, দাবি আবেদনকারীদের। ফর্ম সংগ্রহ করে বিডিও অফিসে দেওয়া হবে, দাবি বিজেপির। রাজনৈতিক সভায় সরকারি প্রকল্পের ফর্ম জমা নেওয়া যায় না, জানাল জেলা প্রশাসন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একের পর এক আবাস দুর্নীতির অভিযোগ উঠেছে জেলায় জেলায়। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি'র অভিযোগ ওঠে মুর্শিদাবাদেও। তাতে নেতা-আধিকারকদের রোষের মুখেও পড়ছেন।
সম্প্রতি 'জনরোষের' আশঙ্কায় গণইস্তফা পড়ে মুর্শিদাবাদে। পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান-সহ মোট ১৭ জন ইস্তফা দিলেন শনিবার। কাঁদতে কাঁদতে পদত্যাগ করলেন প্রধান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে যে ভাবে, তাতেই গণ ইস্তফা দেন সকলে। ইস্তফা দেন ভরতপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন। দুর্নীতির অভিযোগ ঘিরে জনরোষে পড়ার আশঙ্কাতেই পদত্যাগ বলে জানিয়েছেন তাঁরা।
অপরদিকে, আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যোগ্য়রা ঘর না পাওয়ার অভিযোগে বিক্ষোভ নদিয়া ও হুগলিতে। তিন জেলাতেই প্রশাসনের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখা হবে। তুফানগঞ্জে পথ আটকে প্রতিবাদ করা হয়। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। কোদালিয়ায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সবই আবাস যোজনা নিয়ে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ।
আরও পড়ুন, 'মাথাগুলি পার পেয়ে যাবে মোদি-দিদির বোঝাপড়ায় ?' টেট-দুর্নীতি মামলায় প্রশ্ন শমীকের
আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম থাকা সত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে। প্রতিবাদে অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-অবস্থান। তারপরে প্রশাসনের আশ্বাসে পরে পথ অবরোধ ওঠে। সমস্যা সমাধানের আশ্বাস দেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়।