করুণাময় সিংহ, মালদা : আরজি কর মেডিক্যালে নাইট ডিউটিতে থাকা ডাক্তারির ছাত্রীর হত্যা ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্যে। নৃশংস ভাবে হত্যা করা হয়েছে মহিলা ডাক্তারকে। তার আগে করা হয়েছে ভয়াবহ নির্যাতন।  মিলেছে চিকিৎসককে যৌন নৃশংসতার প্রমাণ। লালবাজার সূত্রে খবর, দেহে নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই আবহে কলকাতা থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার দূরে মালদার হবিবপুরে সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল খোদ বিডিও-র বিরুদ্ধে।



জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে শাসানি


বিডিও ওই চিকিৎসককে বদলি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। বিডিও-র বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতাল।  অভিযোগকারী চিকিৎসকের দাবি, অসুস্থ স্ত্রীকে নিয়ে রাত ২টো ৪০ নাগাদ হাসপাতালে এসেছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। অভিযোগ, বিডিও জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসকের কাছে দাবি করেন, বাইরে গিয়ে তাঁর স্ত্রীকে আগে অক্সিজেন দিতে হবে। তা শুনে চিকিৎসক বলেন, রোগীকে আগে ভিতরে নিয়ে আসুন। পরীক্ষা করে দেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। অভিযোগ, তা শুনেই কর্তব্যরত মেডিক্য়াল অফিসারকে মারধর করেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত।

চিকিৎসকে মারধরের অভিযোগ


চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের দাবি, 'আমি এমার্জেন্সিতে বলি যে, আপনার মিসেসকে নিয়ে আসুন, ভিতরে পরীক্ষা করে ওঁকে তাহলে অক্সিজেনটা লাগাতে হবে। শোনামাত্র খুবই ক্ষুব্ধ হয়ে যান এবং কলার ধরে আমাকে চড়, থাপ্পড়, কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং  বলি যে, আপনি এই ধরনের ব্যবহার করলে, আমি কিন্তু আর চিকিৎসা করতে পারব না, আপনিই চিকিৎসাটা করে নিন, উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন।চড়-থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার আঙুলের এই নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়।' 


বদলি করানোর হুমকি


এই টানাপোড়েনের মধ্যেও বিডিও-র স্ত্রীর চিকিৎসা করেন কর্তব্যরত মেডিক্যাল অফিসার।  তাঁকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। 
অভিযোগ, চলে যাওয়ার সময়ও চিকিৎসককে শাসিয়ে যান মারমুখী বিডিও। চিকিৎসকের দাবি, উনি বলে যান যে উনি দু'মিনিটের মধ্যে পারলেই আমার বদলি করিয়ে দেবেন...বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করে।

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হবিবপুরের বিডিও।  প্রতিক্রিয়া নিতে গেলে প্রথমে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন তিনি।
হবিবপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি BMOH-এর কাছেও লিখিত অভিযোগ জানান চিকিৎসক।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।