করুণাময় সিংহ, ইংরেজবাজার (মালদা) : ৭২ ঘণ্টাও হয়নি, ইংরেজবাজারের  (English Bazar) মেয়ে সুতপা চৌধুরীর নৃশংস হত্যাকাণ্ডে ধরা পড়েছে শহরেরই ছেলে সুশান্ত চৌধুরী। স্তম্ভিত মালদার (Malda) ইংরেজবাজারের বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়াল একটি শ্যুটআউটের (Shootout) ঘটনা। ইংরেজবাজারের মহেশমাটিতে জুয়ার আসরে বচসার জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক মাংস বিক্রেতা।


ইংরেজবাজার থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মহেশমাটি। এই এলাকায় বেআইনি জুয়ার ঠেক খোলা থাকে সারা রাত। তা নিয়ে কম বিতর্ক হয়নি। পুলিশের নাকের ডগায় রাতভর কীভাবে চলছে জুয়ার ঠেক? প্রশাসনকে নিশানা বিজেপির (BJP)! পাল্টা জবাব দিয়েছে শাসকদল (TMC)।


ঠিক কী ঘটেছে


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাংস বিক্রেতা আসগর শেখের সঙ্গে দীপঙ্কর সরকারের জুয়ার ঠেকে বচসা বাধে। হাতাহাতিও হয়।দু’জনই জুয়ার ঠেক ছেড়ে বেরিয়ে যান। এরপর ভোর ৪টের আশেপাশে আসগরকে পিছন থেকে গুলি করার অভিযোগ ওঠে দীপঙ্করের বিরুদ্ধে। মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আসগরকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় কলকাতায়।


শুরু রাজনৈতিক চাপানউতোর


এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।


ঠিক কী কারণে জুয়ার ঠেকে বচসা-মারামারি হল? আসগরের সঙ্গে দীপঙ্করের পুরনো শত্রুতা ছিল? সব দিক তদন্ত করে দেখছে পুলিশ।


এদিকে, ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন! খাস কলকাতায় (Kolkata) শিউরে ওঠার মতো ঘটনা। পার্ক সার্কাস ময়দানের (Park Circus Maidan) মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচিতদের বিরুদ্ধে। মা উড়ালপুলে ওঠার মুখে পার্ক সার্কাস ময়দানের গেটের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Kolkata Police)। মৃতের শাহনওয়াজ ফরিদ (২৫)।


আরও পড়ুন- ফোন করে পার্ক সার্কাস ময়দানে ডেকে কুপিয়ে খুন যুবককে