করুণাময় সিংহ, মালদা: ভর সন্ধ্যায় মালদার চাঁচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। গুলিবিদ্ধ দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাঁচল এসডিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।


কিছুদিন আগে এমনই দৃশ্যের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর। ব্যারাকপুরের আনন্দপুরীতে চলেছিল গুলি। মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্য়ু হয় তাঁর। জখম হন আরও ২। 


প্রসঙ্গত, প্রসঙ্গত, গত এপ্রিলেও রাজ্যের একটি জেলায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।  সোনার দোকানে ডাকাতির ( Gold Shop Dacoity) ঘটনায় রামপুরহাটে (Rampurhat) শেষমেশ চার দুষ্কৃতি (4 Miscreants Arrested) গ্রেফতার করা হয়।উদ্ধার হয় একটি ওয়ান শটার। চুরি যাওয়া প্রায় সব সোনা এবং রূপোরও হদিস মেলে।


ওই ঘটনা ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়েছিল রামপুরহাটে। খবর মিলেছিল, রামপুরহাট থানার নিউটাউন এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি, সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল একদল দুষ্কৃতি।  সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিউটাউনের কাছে একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে ঢুকেছিল চার-পাঁচ জনের একটি ডাকাত দল। সেই সময় দোকান মালিকের তৎপরতায় এলাকার বাসিন্দারা ঘটনস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলেছিলেন। পরে পুলিশে খবর যেতে দোকানটি চার দিক থেকে ঘিরে ফেলেছিলেন রামপুরহাট থানার পুলিশকর্মীরাও। দোকানের চারপাশে তখন রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতি। ভিতরে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতের দল, বাইরে থেকে তাদের ঘিরে ফেলেছিল পুলিশবাহিনী। 


গত বছর অগাস্টে, উত্তর ২৪ পরগনার অশোকনগরেও এক ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার নুরপুর বাজারে পরপর ২টি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।  সিভিক ভলান্টিয়ার ও নৈশ রক্ষীদের বেঁধে রেখে লুঠপাট চালানোর অভিযোগ। দুষ্কৃতী দলে ১৫ জন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু লক্ষাধিক টাকার গয়না লুঠই নয়, দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি-র হার্ড ডিস্ক নিয়ে পালায় বলে পুলিশ সূত্রে দাবি। ঠিক তার পরের মাসে, ক্রেতা সেজে ভর দুপুরে ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।