অভিজিৎ চৌধুরী,মালদা: টাকার বিনিময়ে আদিবাসীদের জমি বেহাত হয়ে যাচ্ছে সঙ্গে তারা ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে প্রতারিত হচ্ছেন বারবার। এবার আদিবাসীদের কাছ থেকে তাদেরই জমি রেকর্ড করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো মুহুরীর বিরুদ্ধে। এমনকি পাশাপাশি অভিযোগ রাতের অন্ধকারে অন্য আরেক ব্যক্তির জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাদলীচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা এলাকায়।
ইতিমধ্যে ওই অভিযুক্ত মুহুরীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানা এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক ওই অভিযুক্ত মহুরীল। স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার অর্জুনা এলাকার বাসিন্দা পিন্টু মণ্ডল নামে এক যুবক সদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যাপুরা গ্রামের ঠাকরাম হেমরম, লক্ষী মার্ডি,ভজু মুর্মু সহ বেশ কয়েকজন আদিবাসীদের কাছ থেকে মুহুরীল পরিচয় দিয়ে তাদের জমির দলিল সংগ্রহ করে বলে জমিগুলি তাদের নামে রেকর্ড করিয়ে দেবে। আর রেকর্ড করাতে গিয়ে পিন্টু মণ্ডল নামে ওই যুবক মুহুরিল পরিচয় দেওয়া ওই যুবক ওই এলাকার বেশ কয়েকজন আদিবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে নেয়। এবং জানায় ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের টাকা খাইয়ে জমির রেকর্ড করিয়ে দেবে। কিন্তু পরিবর্তে তাদেরকে ভুয়ো রেকর্ডের কাগজ দিয়ে দেয়। পরবর্তীতে ওই আদিবাসীরা ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারে যে দাগ নম্বর এ জমিটি রেকর্ড করা হয়েছে জমিটি তাদের নয় অন্য এক ব্যক্তির।
তারা আরও খোঁজ নিয়ে জানতে পারে পিন্টু মণ্ডল নামে কোন ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরে মুহুরিল নয়।সে ভুয়ো পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে জমির রেকর্ড করে দিবে বলে টাকা নিয়েছিল। ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার আদিবাসীরা। আরও জানা যায়, পিন্টু মন্ডল ওই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য ঘনঘন নিজের নাম পরিবর্তন করতে থাকে সঙ্গে মোবাইল নম্বরও। এদিকে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জানতে পারার পরই সূর্যাপুরা গ্রামের আদিবাসীরা মিলিত ভাবে পিন্টু মন্ডলের বিরুদ্ধে ভূমি সংস্কার দপ্তর এবং হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত নামে ভূমি সংস্কার দপ্তর সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানিয়ে দেয় যে খতিয়ান আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা এডিট করা। অন্য এক ব্যক্তির জমির দাগ নম্বর আদিবাসীদের ভুয়ো খতিয়ানে বসিয়ে দেওয়া হয়।এই নিয়ে সরব হয়েছেন এলাকার আদিবাসী বাসিন্দারা। তাঁদের দাবি, ভুয়া খতিয়ান কাণ্ডে ভূমি সংস্কার দপ্তরে একাধিক আধিকারিক জড়িত আছে।
আরও পড়ুন,চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে : কুণাল ঘোষ
এদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। দপ্তরের আধিকারিক ওহিম মিত্র আদিবাসীরা যে জমির কাগজ দেখাচ্ছেন সেগুলি এডিট করা। অন্য একজনের জমির দাগ নম্বর আদিবাসীদের খতিয়ানে বসিয়ে দিয়ে তাদেরকে প্রতারিত করা হয়েছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরের ব্লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান জানান পিন্টু মণ্ডল নামে কোন মুহুরিল এই ভূমি সংস্কার দপ্তরে নেই। ভুয়ো পরিচয় দিয়ে কোন ব্যক্তি এই কাজ করে হবে। বিষয়টি নিয়ে আমরাও খোঁজ নেব। অপর দিকে আদিবাসীদের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানান অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তর বিরুদ্ধে তল্লাশি চলছে। আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।