অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর, মালদা : মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসায় টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ। প্রতিবাদে মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ। স্কুলে মিড ডে মিল, কন্যাশ্রী প্রকল্পেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।


SSC, TET’এর পর এবার হাই মাদ্রাসাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ! স্থানীয়দের একাংশের বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর। মাদ্রাসা ঘেরাও করে লাগাতার স্লোগান পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে (Police)। স্থানীয় মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চরমে পৌঁছল উত্তেজনার পারদ।


ঠিক কী অভিযোগ


গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পরীক্ষা না নিয়েই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে। স্কুলের মিড ডে মিল, কন্যাশ্রী প্রকল্পেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, 'এখানে কোনও পরীক্ষাই হয়নি, অথচ নিয়োগ হয়ে গেছে। প্রধান শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত।' হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও কংগ্রেস পরিচালিত মাদ্রাসা কমিটির যোগসাজশেই দুর্নীতি হয়েছে, অভিযোগ বিক্ষোভকারীদের একাংশের। তাদের বক্তব্য, 'অবৈধভাবে এই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়েছে। এখানে কোনও পরিচালন কমিটি নেই। নিয়ম না মেনেই এখানে ৬ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। মিড ডে মিল, কন্যাশ্রী নিয়েও দুর্নীতি করছে স্কুল কর্তৃপক্ষ।'


অভিযোগ অস্বীকার


যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। হরিশ্চন্দ্রপুর মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ জাহাঙ্গির বলেছেন, '২০২২ এর ফেব্রুয়ারিতে আমি স্কুলে জয়েন করেছি। আমি দায়িত্ব পাওয়ার আগে নিয়োগ হয়েছে। মিড ডে মিলের রিপোর্ট নিয়মিত দেওয়া হয়। কন্যাশ্রী নিয়ে দুর্নীতির অভিযোগও ভিত্তিহীন।' অভিযোগ উড়িয়েছেন কংগ্রেস পরিচালিত মাদ্রাসা জেলা কমিটির সম্পাদকও। নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক । 


আরও পড়ুন- 'ভূতুড়ে শিক্ষক নিয়োগ, কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীরা' মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ