করুণাময় সিংহ,মালদা: মদের আসরে দুই বন্ধুর বচসা। আর এই বচসার জেরে চলল গুলি । ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামের ঘটনা (Malda Crime Incident)। গতকাল রাত দশটা নাগাদ দুই বন্ধুর মধ্যে বচসার জেরে চলে গুলি। মনিরুল খান কে লক্ষ্য করে গুলি চালায় রকি শেখ নামে এক যুবক বলে অভিযোগ।ঘটনার পর থেকে ফেরার রকি শেখ। নাকে গুলি লাগে মনিরুলের। মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal Police)। 


গুলিকাণ্ডে, মদই কি খলনায়কের ভূমিকা পালন করেছে ?


গুলিকাণ্ডে, মদই কি খলনায়কের ভূমিকা পালন করেছে কিনা, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে রাজ্যের গত কয়েক মাসে 'বেআইনি মদের' জেরেই একাধিক মর্মান্তিক ঘন্টা ঘটেছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বর্ধমান শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে পর পর মৃত্যু হয়। ৪ জনের অস্বাভাবিক মর্মান্তিক পরিণতি হয়। মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু? নাকি খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু? এনিয়েও তৈরি হয় রহস্য। বর্ধমান শহরের বুকে এহেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অভিযোগ, বর্ধমানের লক্ষ্মীপুর এলাকায় জিটি রোডের ধারে একটি খাবারের হোটেল থেকে মদ কিনে খান দু’জনে। তারপরই অসুস্থ হয়ে পড়েন। নামে খাবারের হোটেল হলেও, সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের খালি বোতল। হোটেলটিকে সিল করে দিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানা। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেছেন, ' টক্সাইড অবস্থায় ২ জন ভর্তি হয়। মৃত্যু হয়েছে।' কিন্তু এতো গেল 'বেআইনি মদের' কাণ্ডকারখানা। উদাহরণ আরও অনেকও আছে। প্রেক্ষাপট আলাদা।


'বেআইনি মদের' কাণ্ডকারখানার বাইরেও উদাহরণ আরও অনেক 


এটি ডুয়ার্সের বানারহাট থানার তেলিপাড়া চা বাগান এলাকার ঘটনা। নিঃসন্দেহে এটিও দুঃখজনক। চলতি মাসের শুরুতেই ঘটনাটি ঘটে। 'মদ্যপ' ছেলের হাতে খুন হন মা। টাকা নিয়ে বচসার জেরে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। তারপর নৃশংসতার এখানেই শেষ নয়, রাতভর মায়ের মৃতদেহ আগলে একই ঘরে রাত্রিবাস করেন খুনে অভিযুক্ত ওই 'মদ্যপ' ছেলে।ঘটনাটি ঘটেছে গভীর রাতে। মৃত মহিলার নাম বাবলী ওরাও। তেলিপাড়া চা বাগানের কুমা লাইনের বাসিন্দা। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ।